Bangla News Dunia , Pallab : ফেসবুকে পোস্টকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশের চট্টগ্রাম। সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের হাজারি গলি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে বাংলাদেশের যৌথ বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। তাঁদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে বলে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, যৌথ বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন : আমেরিকার সুইং স্টেটে ট্রাম্প ঝড় ! দেখুন দুই পক্ষের ফলাফল
যদিও পালটা ব্যারিস্টার এবং সলিসিটর নিঝুম মজুমদার অভিযোগ করেছেন, ‘চট্টগ্রামের হাজারি গলিতে ঘরে-ঘরে ঢুকে সেনাবাহিনী হিন্দু ধর্মালম্বীদের হেনস্থা করছে, গ্রেফতার করছে। ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সনাতনীরা জেগে উঠুন।’ পুলিশ বা বাংলাদেশির সেনাবাহিনীর তরফে সেইসব বিষয় নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
ইসকন নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট
পুলিশের তরফে দাবি করা হয়েছে যে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চট্টগ্রাম পুলিশের তরফে জানানো হয়েছে যে দিনকয়েক আগে ইসকন নিয়ে ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করেন এক ব্যক্তি। তা নিয়ে হিন্দুধর্মের মানুষের মধ্যে তুমুল ক্ষোভের সঞ্চার হয়। #Short News
আরো পড়ুন : কলকাতার গঙ্গায় স্নানও কি দিল্লির যমুনার মতোই বিপজ্জনক?