যুদ্ধবিরতির শর্ত মানছে না হামাস ! নেতানিয়াহুর দাবি ঘিরে জল্পনা

By Bangla News Dunia Dinesh

Published on:

israel-and-palestine-war

Bangla News Dunia, দীনেশ : ইজরায়েলি পণবন্দিদের মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। প্রসঙ্গত, কাতারের আমির তামিম বিন হামাদ আল-খানির মধ্যস্থতা এবং আমেরিকা ও মিশরের যৌথ উদ্যোগে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করতে সম্মতি জানিয়েছে ইজরায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস(Israel-Hamas)। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর(Benjamin Netanyahu) দাবি, যুদ্ধবিরতির সব শর্ত মানছে না হামাস।

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

প্রসঙ্গত, বুধবার রাতে যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছিল উভয়পক্ষ। যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের জন্য শুক্রবার মন্ত্রীসভার বৈঠকও ডেকেছিল নেতানিয়াহুর সরকার। কিন্তু বৃহস্পতিবার সকালেই যুদ্ধবিরতির ব্যাপারে সন্ধিহান নেতানিয়াহুর দপ্তর। তাঁদের অভিযোগ যুদ্ধবিরতির চুক্তিতে রাখা সমস্ত শর্ত মানছে না হামাস। ইঙ্গিত দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠক পেছনোরও। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে হামাস নেতা স্বামী আবু জুহরি বলেন, ‘হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানছে না বলে নেতানিয়াহুর করা দাবি একেবারেই ভিত্তিহীন।’

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন