Bangla News Dunia, দীনেশ : দেশের সেনাবাহিনীর ওপর আস্থা এবং বিশ্বাস আরও বেড়ে গিয়েছে। এমনটাই দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌসেনার প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের উপস্থিতিতে রাজবাড়ি সামরিক প্রশিক্ষণ এলাকায় ৫৫ পদাতিক ডিভিশনের একটি মহড়ার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েই এমন কথা বলেছেন তিনি। এর পাশাপাশি এদিন বাংলাদেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকার কথাও বলেন তিনি।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
খেলাধুলোর ক্ষেত্রে যে দল বেশি প্রস্তুতি নেয়, বেশি পরিশ্রম করে তাঁদের জয়ের সম্ভাবনা বেশি থাকে, যুদ্ধের ক্ষেত্রেও একই জিনিস ঘটে বলেই মত ইউনূসের।এদিন তিনি বলেন, “এরকম একটা মহড়ার আয়োজন করতে হলে অনেক পরিশ্রম, পরিকল্পনা এবং সমন্বয়ের প্রয়োজন। এই মহড়া দেখে আমি বুঝতে পারছি যে ৫৫ ডিভিশনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই কনিষ্ঠতম সৈনিক থেকে জিওসি পর্যন্ত সকল পদাধিকারীকে ধন্যবাদ জানাতে চাই। সেইসঙ্গে এই মহড়ায় আমায় আমন্ত্রণ জানানোর জন্য সেনাবাহিনীর প্রধানকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।” তিনি আরও বলেন, “সিনেমার পর্দায় যুদ্ধ দেখি সবসময়। সম্মুখ যুদ্ধ দেখি। ইতিহাসের বহু বড়-বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি।” এমন সব মন্তব্যের মধ্যে দিয়ে সেনাবাহিনীকে উজ্জীবিত করার যে প্রচেষ্টা ইউনূস এদিন চালালেন তা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025