যুদ্ধের দামামা! তীব্র উত্তেজনা LAC-তে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- তবে কি বেজে গেল যুদ্ধের দামামা! লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষে শুধু যে ভারতীয় সেনার তিন জওয়ান প্রাণ হারিয়েছেন তাই নয়, সীমান্তের ওপারেও হয়েছে প্রাণহানি। এবং সেটা ভারতের থেকে অনেকটাই বেশি। বেজিংয়ের সংবাদমাধ্যমের দাবি, সোমবার রাতে ভারত ও চিনা বাহিনীর সংঘর্ষে তিনজন ভারতীয় জওয়ানের পাশাপাশি চিনের পিপলস লিবারেশন আর্মির পাঁচ জওয়ানও প্রাণ হারিয়েছেন। আরও অন্তত ১১ জন চিনা সেনা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর , দুই দেশের সম্পর্কের গত কয়েক দশকের টানাপড়েনের মধ্যেও এত রক্তক্ষয়ী সংঘর্ষ কখনও হয়নি। সূত্রের খবর, সোমবার রাতের সংঘর্ষে হাতাহাতির পাশাপাশি দুই দেশের সেনাই মারণাস্ত্র ব্যবহার করেছে। ভারতীয় সেনার তরফে আগেই জানানো হয়েছে, সোমবার রাতে দুই দেশের সংঘর্ষে এক আধিকারিক-সহ তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। এবার চিন দাবি করল, তাঁদের ৫ কম্যান্ডার শহিদ হয়েছেন।

দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যের এই উত্তেজনা বিশ্বশান্তির জন্য রীতিমতো অশনি-সংকেত দিচ্ছে। বেজিংয়ের তরফে সোমবারের সংঘর্ষ নিয়ে পরোক্ষে ভারতকে হুশিয়ারিও দেওয়া হয়েছে। তাঁরা বলছে, চিনের সহনশীলতাকে দুর্বলতা ভাবলে ভুল করবে ভারত। চিন ভারতের সঙ্গে যুদ্ধ চায় না, আবার যুদ্ধ করতে ভয়ও পায় না। উল্লেখ্য গত ৬ জুন দুই সেনার লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠকের পর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সীমান্ত থেকে সেনাও সরানো শুরু করেছিল দুই দেশ।

পূর্ব লাদাখে সীমা বিবাদ নিয়ে সরাসরি সংঘাতের রাস্তায় না হেঁটে কূটনৈতিক তথা সামরিক স্তরে আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নেওয়ার পক্ষেই মত দিয়েছিল বেজিং এবং নয়াদিল্লি। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, লাদাখে সংঘর্ষের একাধিক কেন্দ্রবিন্দু থেকে ফৌজ সরিয়েও নিয়েছিল চিন। পালটা ভারতও কিছু সংখ্যক সেনা প্রত্যাহার করে শান্তির বার্তা দিয়েছে। তবে গালওয়ান ও হট স্প্রিং এলাকায় সেনা মোতায়েন নিয়ে এখনও দু’দেশের মধ্যে বিবাদ মেটেনি। সোমবারের নতুন করে সংঘর্ষের ফলে পরিস্থিতি আরও জটিল হল।

Highlights

1. যুদ্ধের দামামা! তীব্র উত্তেজনা LAC-তে

2. সোমবারের নতুন করে সংঘর্ষের ফলে পরিস্থিতি আরও জটিল হল

# India # China # LAC # Ladakh

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন