Bangla News Dunia , অজয় দাস :- ইসরায়েল ও প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ বিরতির ২৪ ঘন্টা পার হতে না হতেই আবারো উত্তপ্ত হলো আল আকসা মসজিদ। মূলত শুক্রবার নামাজ পড়তে প্যালেস্টাইনের মুসলিমরা আল আকসা মসজিদে ভিড় করে। সেই মসজিদের পাশের ইসরায়েলি পুলিশ বাহিনী পাহারায় ছিল। তখনই মসজিদের ভিতর থেকে পাথর ও পেট্রল বোমা ইসরায়েলের পুলিশ বাহিনীর উপর ছুড়তে শুরু করে নামাজ কারীরা।
আরো পড়ুন :- সাবধান এই পদ্ধতিতে আপনার Whatsapp হ্যাক করতে পারে হ্যাকাররা ! জানালো কলকাতা পুলিশ
এর পরেই ইসরায়েলি পুলিশ বাহিনী সেখানে তাদের উপর হামলা করে ফলে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। এই ঝামেলায় ২০ জনের বেশি প্যালেস্টাইনের নাগরিক আহত হন তবে কোনো নাগরিক মারা গেছে তার খবর পাওয়া যায়নি। এই আল আকসা মসজিদ থেকেই প্রথম ঝামেলা শুরু হয়েছিল ।
Just following Friday prayer at noon, and a prayer to #Palestine’s martyrs, the Israeli occupying forces attacked Palestinian worshippers at Al-Aqsa Mosque Compound. Medical sources confirmed that at least 15 Palestinians were injured #Jerusalem #SaveSheikhJarrah pic.twitter.com/IwFv9DgVWb
— Palestine PLO-NAD (@nadplo) May 21, 2021
কিন্তু এই দিনের ঝামেলার পর গাজার হামাস বাহিনী এখন পর্যন্ত ইসরায়েলের উপর হামলা করেনি। তবে মনে করা হচ্ছে যে এই ভাবে চলতে থাকলে ইসরায়েলের ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ বিরতি বেশিদিন কার্যকর থাকবে না।
আরো পড়ুন :- ভারত আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সাথ না দিয়ে প্যালেস্টাইনের সাথ দেবার পিছনের কারণ কি ? জানুন
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- ব্রেকিং নিউজ : চীনের করোনা রোধী ভ্যাকসিন ফেল ! চীনা পণ্যের মতোই চীনা ভ্যাকসিন ফেল