রাজতন্ত্র ও হিন্দুরাষ্ট্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাজতন্ত্র ও হিন্দুরাষ্ট্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল ! ভারতের সাথে সংঘাতের পর সময়টা একদমই ভাল যাচ্ছে না নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। করোনা মোকাবিলা করতে গিয়ে নাস্তানাবুদ হয়েছে তাঁর প্রশাসন। দলের শীর্ষ নেতাদের চটিয়ে রেখেছেন প্রতি মুহূর্তে টালমাটাল করছে তার গদি। গত কয়েকদিনে নেপালের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন অনেক মানুষ। দেশে সাংবিধানিক রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানো দাবিতে নেপালের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখালেন দেশের নাগরিক সমাজ।

প্রসঙ্গত নেপালের জাতীয় পতাকা নিয়ে কেপি শর্মা ওলির সরকারকে অপসারণের পাশাপাশি সাংবিধানিক রাজতন্ত্র ফেরানোর দাবিতে সরব হন নাগরিকরা। তারা স্লোগান তোলেন হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানোর দাবিতে। দেশের জাতীয় ঐক্য ও নাগরিকদের ভালর জন্যই এই দাবি জানাচ্ছেন বলে উল্লেখ করেন তারা। তাতে ঘরে বাইরে বেশ চাপে নেপালের কেপি শর্মা ওলির সরকার। সেই বিক্ষোভে যোগ দেওয়া নেপালের আমির কেসি নামে এক যুবক নেপালের ললিতপুর থেকে আরও ২৫০ জন যুবককে তাঁর সঙ্গে কাঠমাণ্ডুতে নিয়ে এসেছে বলে দাবি করেন। তারা চান ফের রাজতান্ত্রিক হিন্দুরাষ্ট্র।

আরো পড়ুন :- রাষ্ট্রসংঘে সপাটে চর খেলো পাকিস্তান ! মুখ পুড়ল ইমরান সরকারের

দেশের  যুব সম্প্রদায়ের নেতৃত্বে চলা বিশাল আন্দোলনের প্রধান উদ্দেশ্য হল সুষ্ঠ নেপাল গড়ে তোলা। হিন্দু রাষ্ট্রের তকমা ফিরিয়ে এনে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের লক্ষ্যে পৌচচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াই থামবে না।

Highlights

1. রাজতন্ত্র ও হিন্দুরাষ্ট্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল !

2. প্রধান উদ্দেশ্য হল সুষ্ঠ নেপাল গড়ে তোলা

#Nepal #Hindus

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন