রাষ্ট্রপুঞ্জের দুর্ভিক্ষের সতর্কবার্তা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla Nwes Dunia , সঙ্গীতা দত্ত রায়  :-  রাষ্ট্রপুঞ্জের আগাম হুঁশিয়ারি করোনার পরেই গোটা বিশ্বকে দুর্ভিক্ষের সম্মুখীন হতে হবে। আগামী কয়েকমাসের মধ্যেই এটা  হতে চলেছে। মোটামুটি ৩০ টির বেশি উন্নয়নশীল দেশে সবচেয়ে বেশি খাদ্য সংকট দেখা দেবে,যার মধ্যে ১০ টি দেশে বর্তমান পরিস্থিতিতেই ১০ লক্ষ মানুষ প্রায় প্রতিদিনই উপোস করে থাকছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (WFP) এগজিকিউটিভ ডিরেক্টর ডেভিড বিসলে আসন্ন দুর্ভিক্ষের ছবিটি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল সম্মেলনে তুলে ধরেন।

আরো পড়ুন :- জাপানে রেড এলার্ট জারি , আছড়ে পড়তে পারে সুনামি

 

তার মতে -করোনার আগেই ২০২০ সালের ভয়াবহ খাদ্যসংকট নিয়ে তিনি সতর্ক করেছিলেন। নানারকমের প্রাকৃতিক বিপর্যয় ও অর্থনৈতিক সমস্যাসহ ইয়েমেন ও সিরিয়াতে যুদ্ধ ,ইথিওপিয়া ,লেবানন ,সুদান ,কঙ্গো প্রভৃতি দেশের প্রাকৃতিক দুর্যোগ ,আফ্রিকায় পঙ্গপালের হানা ইত্যাদি ঘটনার কথা মাথায় রেখেই ওই অগ্রিম পূর্বাভাস দেওয়া হয়। বিসলে  বলেন – ‘ এ যেন সম্পূর্ণ অচেনা ,অজানা এক রাজ্য। ‘ডব্লিউএফপি -র (WFP এক কর্তা  বলেন -বর্তমানে বিশ্বে প্রতিদিন অন্তত ৮২ কোটি মানুষ অর্ধাহারে দিন কাটায়। আর এক শ্রেণী থাকে ক্ষুদার্ত যাদের অবস্থা আরও বেশি শোচনীয়। তাদের সংখ্যা ১৩ কোটি ৫০ লাখ।

আরো পড়ুন :- টিকাকরণ বন্ধ হওয়ায় ভোগান্তিতে শিশুরা

এর মধ্যেই যদি করোনা জনিত খাদ্যাভাব দেখা দেয় তাহলে আরও অগুন্তি মানুষ নিরন্ন অবস্থায় দিন গুজরান করবে। ডব্লিউএফপি (WFP) -র কর্তা বলেন -যে এখনো দুর্ভিক্ষ শুরু হয়নি ,এখনই সর্বত্র খাবার পৌঁছে দিতে না পারলে অনুদানের ঘাটতি না মেটালে কয়েকমাসের মধ্যেই দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এই মুহূর্তে ১০ কোটি মানুষ রাষ্ট্রপুঞ্জের ওপর নির্ভরশীল আর তাই ২০০ কোটি ডলারের আর্জি জানিয়েছেন বিসলে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন