রাস্তাহীন – দূষণহীন শহর , মেগাপ্রজেক্ট সৌদির ! বিশ্বজুড়ে কৌতূহল শুরু

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia ,  অজয় দাস :- দুবাই বিশ্বের মানুষকে বুর্জ খলিফা বানিয়ে বিশ্বের মানুষকে চমকে দিয়েছে। এবার সৌদি বিশ্বের মানুষকে চমকে দিতে চলেছে। সৌদি এমন এক শহর তৈরির পরিকল্পনা করেছে যেখানে গাড়ি চলার জন্য কোনো রাস্তা থাকবে না কোনো দূষণ থাকবে না , সম্পূর্ণ পরিষ্কার শক্তির মাধ্যমে এই শহর চলবে। সৌদির যুবরাজ মোহম্মদ বিন সালমান ঘোষণা করেন যে তারা এক নতুন শহর তৈরী করতে চলেছেনে। যেখানে না কোনো গাড়ি চলবে না কোনো দূষণ থাকবে।

এই শহরটি ২৬ হাজার ৫০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরী হবে। ২০৩০ সালের মধ্যে এই শহর পুরো তৈরী হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই শহরটি বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক উন্নত হবে অথাৎ অত্যাধুনিক শহর হবে এটি। সৌদির যুবরাজ জানিয়েছেন যে এই শহরে গাড়ি চলার জন্য রাস্তা না থাকলেও পথচারীদের জন্য অত্যাধুনিক পাথওয়ে বা হাঁটার জায়গা থাকবে। মানুষ এতে দ্রুততার সাথে এই পাথওয়ের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারবে।

আরো পড়ুন :- প্রতি ব্যাক্তি আয়ে ভারতকে পিছনে ফেলেছে বাংলাদেশ , এর প্রধান কারণ কি ? জানুন

তিনি আরো বলেন , এই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে কোনো ব্যাক্তির সময় লাগবে মাত্র ২০ মিনিট। তিনি বলনে এই শহরটি বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। এখানে সমস্ত কিছু চলবে পরিষ্কার এনার্জির সাহায্যে ফলে কোনো দূষণ থাকবে না।

সৌদির তরফ থেকে এই শহরটির নাম ” নিয়োম জোন ” রাখা হতে পারে। এই শহরটি লোহিত সাগরের তীরে তৈরী করা হবে।  এই শহরটির কাজ সম্পূর্ণ হতে ১০ বছর সময় লাগবে। আর এই প্রকল্পটি শেষ হলে প্রায় ৩ লাখ ৮০ হাজার মানুষ সেখানে কাজের সুযোগ পাবেন।

আরো পড়ুন :- ভারতকে বিরাট বড় উপহার দিলো রাশিয়া !

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ব্রেকিং নিউজ : চীনের করোনা রোধী ভ্যাকসিন ফেল ! চীনা পণ্যের মতোই চীনা ভ্যাকসিন ফেল

Bangla news dunia Desk

মন্তব্য করুন