রিপোর্ট অনুসারে অবৈধ নজরদারি নিয়েই সীমান্ত সংঘর্ষ শুরু ,জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   চীনা সেনাবাহিনী ভারতীয় সেনার গতিবিধির ওপর নজর রাখার জন্য প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় ভূ -খন্ডে একটি ঘাঁটি তৈরী করতে চেয়েছিলো। আর এই ঘটনাকে কেন্দ্র করেই দুই দেশের মধ্যে সংঘর্ষ বাধে।

এই ঘাঁটিটি তৈরী করতে পারলেই চীন একদিকে যেমন কারাকোরাম পর্বতমালার দিকে ভারতীয় সেনার অবস্থান লক্ষ্য করতে পারবে তেমনি আবার দরবুক -সিয়ক -দৌলৎবেগ ওল্ডির পথ ধরে ভারতের সামরিক যানবাহন চলাচলের খবরাখবরও  জানতে পারবে। হিন্দুস্তান টাইমস -এ পাওয়া খবর অনুযায়ী লাদাখের গালওয়ান নদী উপত্যকার সংঘর্ষ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সাথে চীনা বিদেশ মন্ত্রী ওয়াং লি -র কথা হয়।

গালওয়াল উপত্যকা

আসলে পিএলএ লাদাখ সীমান্তে সেনাবাহিনী কমানোর ছলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার  সীমানা পরিবর্তন করার ভাবনা ভেবেছিলো। এতে করে ভারতীয় সেনার ১৪ পয়েন্ট সীমানা নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা করেছিল চীন। ভারতীয় সেনা এই কাজে বাধা দেওয়াতেই সংঘর্ষের সূত্রপাত। এই ঘটনাতেই ভারত মাতা  তার ২০ জন বীর সন্তানকে হারায়।

Highlights

১.  সীমান্তে ভারতের অংশে চীন একটি নজরদারি ঘাঁটি তৈরী করতে চেয়েছিলো। 

২.  ভারতীয় সেনাবাহিনীর গতিবিধির ওপর লক্ষ্য রাখতে চেয়েছিলো বেজিং। 

৩.  প্ৰকৃত নিয়ন্ত্রণরেখা পরিবর্তন করতে চেয়েছিলো। 

সীমানা পরিবর্তন   #  চীন    #   ভারত   গালওয়ান  উপত্যকা   #  দৌলৎবেগ ওল্ডি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন