Bangla News Dunia : S. Datta Roy – এই মুহূর্তে কৃষ্ণাঙ্গের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল আমেরিকা। হেনেপিন কাউন্টি মেডিকেল এগ্জামিনারের অফিস থেকে ফ্লয়েডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা গেছে যে -তিনি হৃদ রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তার কোভিদ ১৯ পজিটিভ ছিল কিন্তু তিনি উপসর্গহীন ছিলেন। তার ফুসফুসে কোনো প্রব্লেম না থাকলেও হৃদপিণ্ডের ধমনী কিছুটা সংকুচিত ছিল। জানা যায় -জাল নোট দেওয়ার ঘটনায় ফ্লোয়েডকে গ্রেপ্তার করা হয়েছিল।
জানা যায় -ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ হয়েছে। সেকেন্ড ডিগ্রি খুনের সাজা সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড। এদিকে ন্যায় বিচারের দাবিতে আমেরিকাতে বিক্ষোভ বন্ধ হয়নি ,বরং সাধারণ মানুষের সঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সরব হয়েছেন। এও জানা যায় -অপর প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশেরও সেনা নামানোতে মত ছিল না। ব্রিটেনের রাজ্ পরিবারের বধূ মেগান মার্কেলও এই মৃত্যুতে সোচ্চার হয়েছেন।
বর্ণ বৈষম্য বিরোধী প্রতিবাদে নষ্ট হল মহাত্মা গান্ধীর মূর্তি যিনি সুদূর মুলুকেও বর্ণবৈষম্য -এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এএন আই – এর বক্তব্য অনুসারে -২ জুন রাতে গান্ধীজির মূর্তিতে স্প্রে প্রিন্ট করা হয়। ২০০০ সালের ১৬ সেপ্টেম্বর আমেরিকা সফরে গিয়ে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এই মূর্তি উন্মোচন করেছিলেন ,তখন মার্কিন প্রেসিডেন ছিল বিল ক্লিনটন।
Highlights
১. ফ্লয়েডের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা গেছে যে -তিনি হৃদ রোগে আক্রান্ত হয়েছিলেন।
২. সেকেন্ড ডিগ্রি খুনের সাজা সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড।
৩. বর্ণ বৈষম্য বিরোধী প্রতিবাদে নষ্ট হল মহাত্মা গান্ধীর মূর্তি যিনি সুদূর মুলুকেও বর্ণবৈষম্য -এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।
# বর্ণবৈষম্য # মহাত্মা গান্ধীর মূর্তি নষ্ট # আমেরিকা