রিলায়েন্স জিওর সাথে হাত মেলালো ফেসবুক, তারা ৯.৯৯% শেয়ার কিনলো

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News Dunia, সমরেশ দাস : – লকডাউন তো কি হয়েছে , এর মধ্যেই কাজ করছে প্রচুর সংস্থা । শুধু ঘরে বসে নোই বাইরেও অনেকে বেরিয়ে জরুরি ব্যবস্থা সহ সামলাচ্ছেন অনেক কাজ । ব্যবসা সামলাচ্ছেন প্রচুর বড়ো বড়ো বাসবসায়ীরা , উদ্যোগপতিরা কিন্তু একদিনও বসে নেই , তারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন । তাই এর মধ্যে একটি ভালো খবর দিলেন ফেইসবুক এর কর্ণধার মার্ক জুগেরবার্ক । ফেসবুক এবারে গাঁটছাড়া বাঁধছে ভারতের অন্যতম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও -র সাথে । ডিজিটাল মার্কেটে নিজেদের কে আরো মেলে ধরার জন্য তারা ফেসবুকের সাথে গাটছাড়ে বাঁধলেন ।

মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও তে ৪৩৫৭৪ কোটি টাকা ইনভেস্ট করেছে ফেসবুক বলে জানিয়েছে ফেসবুকের কর্ণধার মার্ক জুগেরবার্ক

 আরো পড়ুন :- জোড়া লাগছে ইমরান খানের সংসার

ফেসবুকের ওয়েবসাইটে যে তথ্য দিয়েছ তা অনুযায়ী ভারতের সবচেয়ে বড়ো টেলিকম সংস্থা রিলায়েন্স জিওর ৯.৯৯% শেয়ার তারা ৮৩৫৭৪ কোটি টাকা দিয়ে কিনেনিয়েছেন । এর ফলে ফেসবুক এখন জিওর সবচেয়ে বোরো শেয়ার হোল্ডার হয়ে গেলেন । ফেস বুক আরও বলেছে জিও মাত্র ৪ বছরের মধ্যেই ইন্টারনেট দুনিয়াতে একটা আলোড়ন সৃষ্টি করেছে , যার ফলে ৩৮৮ মিলিয়ন মানুষকে অনলাইন প্লাটফর্ম এ নিয়েএসেছে । তাই তারা জিওর সাথে সাথে ভারতের আরো মানুষের সাথে যুক্ত হতে পারলেন ।

 আরো পড়ুন :- করোনায় আক্রান্ত এই মার্কিন অভিনেতা

ফেসবুকের সবথেকে বড় বাজার হলো ভারত , তাদের হোয়াটস্যাপ ও ভারতে বেশি ব্যবহার করা হয় । ভারতে প্রায় ৪০০ মিলিয়ন মানুষ অর্থাৎ ৪০ কোটি । PWC (Price Water House Coopers) তথ্য অনুযায়ী ভারতবর্ষে ২০২২ এর মধ্যে এই সংখ্যা বেড়ে হতেপারে ৮৫০ মিলিয়ন ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন