BBangla News Dunia , সঙ্গীতা দত্ত রায় :- করোনা সংক্রমণ ঠেকাতে অনেকদিন ধরেই সমগ্র বিশ্বে লকডাউন চলছে। যার ফলে ব্যবসা বাণিজ্য সব কিছুই বন্ধ। গত ৮ এপ্রিল থেকে ভুটান ,নেপাল এবং বাংলাদেশের সঙ্গে বহির্বাণিজ্য বন্ধ হয়ে আছে। এই ৩ টি দেশকে ভারতের মাটি ব্যবহার করেই ব্যবসা বাণিজ্য করতে হয়। লকডাউনের জন্য রাজ্য সীমান্ত বন্ধ থাকায় এই ৩ টি দেশের সাথে বহির্বাণিজ্য বন্ধ। ভারতও আন্তর্জাতিক চুক্তি মেনে প্রতিবেশী এই দেশগুলিকে পশ্চিমবঙ্গের স্থলপথ ব্যবহার করে খাদ্যশস্য পাঠাতে পারছে না। ফলে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে পণ্য চুক্তির শর্ত লঙ্ঘনের দায়ে পড়তে চলেছে।
আরো পড়ুন :- লাদাখের অংশ চীনে , WHO এর প্রকাশিত মানচিত্রে তোলপাড় বিশ্ব
গত ২৪ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহাকে তাড়াতাড়ি সীমান্ত বাণিজ্য শুরুর অনুমতি দেওয়ার জন্য চিঠি দিয়েছেন। এর আগে ২৩ মার্চ গোটা দেশে যখন লকডাউন শুরু হয় তখনও আন্তর্জাতিক চুক্তি মেনেই ভারতের সঙ্গে প্রতিবেশী দেশের বাণিজ্য চালু ছিল কিন্তু জানা যায় যে ৮ এপ্রিল থেকে বাণিজ্য বন্ধ হয়ে আছে । এর ফলে ১৭ টি ভারতীয় ট্রাক বাংলাদেশে আর ২০০০ ট্রাক পেট্রাপোলে আটকে আছে।
আরো পড়ুন :- ভারতে আটকে পড়া তার দেশের লোকেদের ফেরাতে বিশেষ বিমান পাঠাচ্ছে বাংলাদেশ
ট্রাকের সাথে তাদের চালকেরাও সীমান্তে আটকে আছে। ভারত নেপাল সীমান্তে পানিটাঙ্কিতেও কয়লা বোঝাই ৩০ টি ট্রাক আটকে আছে। ওই ট্রাকগুলিতে বাংলাদেশ থেকে আনা কয়লা আছে।ভারতকে যাতে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের দায়ে না পড়তে হয় তার জন্য খুব দ্রুত সীমান্তে বাণিজ্য শুরুর নির্দেশ দেওয়া প্রয়োজন।
Highlights
- ৮ এপ্রিল থেকে ভুটান ,নেপাল এবং বাংলাদেশের সঙ্গে বহির্বাণিজ্য বন্ধ হয়ে আছে।
- ১৭ টি ভারতীয় ট্রাক বাংলাদেশে আর ২০০০ ট্রাক পেট্রাপোলে আটকে আছে।
- ভারত নেপাল সীমান্তে পানিটাঙ্কিতেও কয়লা বোঝাই ৩০ টি ট্রাক আটকে আছে।