Bangla News Dunia, সমরেশ দাস : – সমস্ত দেশেই চলছে লকডাউন । শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ । একসাথে মেলামেশা বা জড়ো হওয়া যাবে না সেটা অনেকদিন আগেই সমস্ত দেশের সরকার থেকে বলে দেওয়া হয়েছে । বিভিন্ন এলাকা থেকে এই নিয়ে অনেক অনেক ঘটনা উঠে এসেছে । কিন্তু এবারে ঘটনাটা একটু অন্য ধরণের ।
ঘটনাটা ঘটেছে বাংলাদেশ এর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুর এলাকাতে । বিয়ে আগেথেকেই ঠিক ছিল এবং সমস্ত কিছু অর্ডার থেকে শুরু করে লোকজন নিমন্ত্রণ করা সবকিছুই হয়ে গিয়েছিলো । বিয়ে বলে কথা একবার থিঙ্ক করে সেটাকে আবার পেছানো ঠিক নয় , তাই বর শাহীন এই মহামারীর সময়ে কোনো কিছুকে না মেনে ৭০ জন বরযাত্রীকে নিয়ে তিনি পৌঁছে যান পাত্রীর বাড়ি উপজেলার সনমান্দী গ্রামে এবং বিয়ে সেরে ফেলেন । তারপর তিনি ঐদিন সন্ধাবেলায় নিজের বাড়ি গোচাইট গ্রামে খাওয়া দাওয়া ও আনন্দ অনুষ্ঠান সারা হয় বলে জানা গেছে ।
[ আরো পড়ুন :- সুমেরু অঞ্চলের ওজন স্তরে দেখা দিলো ছিদ্র ]
তিনি একজন সরকারি অফিসার তা সত্ত্বেও সমস্ত নিয়ম কে তিনি লঙ্ঘন করেন , যেখানে ৫ থেকে ৭ জনের বেশি থাকা যাবে না বা কোনো সামাজিক মেলবন্ধন হবে না , বাংলাদেশ সরকারের তরফ থেকেও এটা বার বার বলা হচ্ছে , সেখানে তিনি একজন সরকারি লোক হয়ে কি করে করলেন এই কাজ । একপক্ষ মানুষ খুবই অসন্তুষ্ট তার এই কাজ করার জন্য ।
[ আরো পড়ুন :- করোনায় রমরমা ব্যবসা নকল ওষুধের ]
শাহীন কে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে ও সাময়িক ভাবে কিছুদিনের জন্য তার চাকরি থেকে বরখাস্ত করেছে ।