লক ডাউনে গুলি করে খুন

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News  Dunia, সারদা দে :- লক ডাউনের মধ্যে শুনশান রাস্তায় জোরে কথা বলার অপরাধে প্রাণ হারালো ৫ জন ব্যক্তি।  ঘটনাটি ঘটেছে পশ্চিম রাশিয়ার রায়াজান অঞ্চলে ইয়েলাতমা গ্রামে। খুনের অভিযোগে গ্রেপ্তার  করা হয়েছে বন্দুকবাজ আনন্ত ফ্রাঞ্চিকভ (৩১) কে ।

সংবাদ সূত্রের খবর সোমবার লক ডাউনের  মধ্যে কয়েকজন ব্যক্তি ওই অভিযুক্তের বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে জোরে আলোচনা করছিলো। ওনারা প্রত্যেকেই ছিলেন অভিযুক্তের প্রতিবেশী। এতে বিরক্ত হয়ে ওই ব্যক্তি ওনাদের চুপ করতে বলেছিলেন। কিন্তু তারা কর্ণপাত না করে আলোচনা চালিয়ে যান। এর পরে অভিযুক্ত ওনাদের নিজের লোডেড বন্দুক থেকে গুলি করে।

[ আরো পড়ুন : ধাপে ধাপে উঠবে লক ডাউন ]

হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধদের মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের দাবি জেরায় সে তার দোষ স্বীকার করলেও আত্মরক্ষার্থে  গুলি চালিয়েছিল বলে জানিয়েছে ওই ব্যক্তি। রাশিয়ার পুলিশ এই ঘটনার তদন্ত করছে। সারা বিশ্ব যখন করোনা আতঙ্কে আতংকিত তখন এই সামান্য কারণে  ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক।

[ আরো পড়ুন : করোনা মোকাবিলায় বিশেষ বোর্ড গঠন করলো পশ্চিমবঙ্গ সরকার ]

corona spread

অন্যদিকে রাশিয়ায় গত ২৪ ঘন্টায় ৯৫৪ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া  গেছে।  একদিনের আক্রান্তের নিরিখে এটাই এখনো পর্যন্ত রেকর্ড বলে জানিয়েছে রাশিয়ার ক্রাইসিস রেসপন্স সেন্টার।এই মুহূর্তে কোভিড -১৯ এর এপিসেন্টারে পরিণত হয়েছে মস্কো।  একদিনে আক্রান্তের ৫৯১ জনই মস্কোর অধিবাসী।  সোমবার গভীর রাত  পর্যন্ত রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৩৪৩।  মৃত্যু হয়েছে ৪৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নথিভুক্ত হয়েছে ২ টি মৃত্যু।

[ আরো পড়ুন :- N-95 নয়, বন্ধু পাকিস্তানকে ‘অন্তর্বাস’ মাস্ক পাঠাল ‘পরম বন্ধু’ চিন ]

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন