Bangla News Dunia, দীনেশ : নতুন বিতর্কে জড়ালেন শেখ হাসিনার (Sheikh Hasina) বোনঝি অর্থাৎ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক (Tulip Siddiq)। ব্রিটেনের লেবার পার্টির এমপি টিউলিপ লন্ডনে আওয়ামি লিগের নেতৃত্বের (Awami League) ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর থেকে বিনামূল্যে ফ্ল্যাট (Flat) নিয়েছেন। যার জেরে নীতি-বহির্ভূত সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার তথ্য উঠে এসেছে আমেরিকার ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। সেই নথি অনুসারে, যে ব্যক্তি টিউলিপকে ফ্ল্যাট দিয়েছেন বলে খবর তাঁর নাম আবদুল মোতালিফ। মোতালিফের বাবা ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামি লিগের নির্বাচিত সদস্য ছিলেন। ৭০ বছর বয়সি আবদুল মোতালিফ বর্তমানে দক্ষিণ-পূর্ব লন্ডনে থাকেন। ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট টিউলিপকে দেওয়া হয়েছিল। ওই ফ্ল্যাটের মালিকানা গ্রহণের বিনিময়ে টিউলিপকে কোনও অর্থ দিতে হয়নি। আর ওই সময় যদিও তিনি মন্ত্রী বা পার্লামেন্টের সদস্য ছিলেন না। ফ্ল্যাটটি ২০০১ সালে ১ লক্ষ ৯৫ হাজার পাউন্ড দিয়ে কেনা হয়েছিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকা। তবে ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি। তবে গত অগাস্ট মাসে একই ভবনের আর একটি ফ্ল্যাট ৬ লক্ষ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭ কোটি ৯৩ লক্ষ টাকা।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
যদিও মোতালিফের ঘনিষ্ঠদের দাবি, তাঁর খারাপ সময়ে তাঁকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন টিউলিপের বাবা-মা। তাই কৃতজ্ঞতাস্বরূপ নিজের মালিকানায় থাকা ওই ফ্ল্যাটটি টিউলিপকে দিয়েছিলেন মোতালিফ। আমেরিকার ভোটার তালিকা সংক্রান্ত নথি থেকে জানা গিয়েছে, চলতি শতকের শুরুর দিকে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ। এরপর বেশ কয়েক বছর সেখানে তাঁর ভাই-বোনেরা ছিলেন। তবে টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামি লিগের যোগ থাকার খবর ‘ভুল’ বলে দাবি করেছেন টিউলিপের একজন মুখপাত্র। এমনকি লেবার পার্টির সদস্যরাও অভিযোগগুলিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশের ৯টি প্রকল্পে ৮০ হাজার কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে টিউলিপ, শেখ রেহানা, শেখ হাসিনা ও সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এই বিষয়ে গত ডিসেম্বর থেকে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এসবের মাঝেই এবার টিউলিপের বিরুদ্ধে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ সামনে এল।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025