লাদাখের অংশ চীনে , WHO এর প্রকাশিত মানচিত্রে তোলপাড় বিশ্ব

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bBangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সম্প্রতি WHO এর ওয়েবসাইটে প্রকাশিত একটি মানচিত্রে লাদাখের অংশ চীনে দেখা যাচ্ছে। তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। এদিন হু এর ওয়েবসাইটে দেখা গিয়েছে। লাদাখের অনেকটা অংশ ভারতের সীমানার মধ্যে নেই। ঢুকে পড়েছে চীনের মধ্যে। ওই অংশটি সীমান্ত ঘেঁষা একে আকসাই চীন বলা হয়। কিন্তু ভারতের ভূখণ্ড এই ভাবে চীনে ঢুকিয়ে দেওয়ার বিষয়টি ভালো চোখে নেয়নি অনেককেই। প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকাও। চীনের পক্ষে হু-এর পক্ষপাতের অভিযোগ উঠেছে। মানচিত্রে দেখা যাচ্ছে ,ভারতের যা রং লাদাখের অনেকটা অংশে সেই রং নেই বরং চীনের রঙে রং করা আছে।

আরো দীর্ঘ হবে করোনার স্থায়িত্ব -দাবি হু প্রধানের

শুধু তাই নয়, জম্মু ও কাশ্মীরের একটা বড় অংশকে পাকিস্তানের অংশ দেখানো হয়েছে সেই মানচিত্রে। পাক অধিকৃত কাশ্মীর বলে যে বিতর্কিত অংশ আছে সেটাও সেই WHO এর প্রকাশিত মানচিত্রে পাকিস্তানে দেখানো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই চীনের পক্ষে হু-এর পক্ষপাতের অভিযোগ অভিযোগ করে ছিলেন। এছাড়া হু-কে আর্থিক সাহায্য বন্ধ করার কথাও তিনি বলেছিলেন। এবার WHO এর প্রকাশিত মানচিত্রে ভারতের ভূখণ্ড এই ভাবে চীনে ঢুকিয়ে দেওয়ার বিষয়টি ভালো চোখে নেয়নি আমেরিকা। তারা ফের হু এর বিরুদ্ধে অন্যায় পক্ষপাতের অভিযোগ করেছেন।

আরো  পড়ুন :- একদিনে ৪৩ , রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্ত

চলতি মাসেই এক নতুন প্রকাশিত মানচিত্রে অরুণাচল প্রদেশের কিছু অংশ চীন দাবি করেছিল। যা নিয়ে বিতর্ক হয়েছিল। চীনের সংস্থা স্কাই ম্যাপের প্রকাশিত নতুন মানচিত্রে বহু অংশ চীনের দেখানো হয়েছে। এবার হু এর ওয়েবসাইটে প্রকাশিত একটি মানচিত্রে লাদাখের অংশ চীনে দেখা যাচ্ছে। যা নিয়ে তোলপাড় হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি।

আরো  পড়ুন :- নতুন করে আবার শিল্পাঞ্চলে করোনা সংক্রমণ

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন