Bangla News Dunia, S. Datta Roy – ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর কয়েকবার দীর্ঘ বৈঠক করেও এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি। এই উত্তেজনার মধ্যেই ভারত আর সেনাবাহিনী মোতায়েন করলো লাদাখে। প্রধানমন্ত্রী লাদাখ থেকে ফিরে আসার পরেই ভারতীয় সেনার সংখ্যা বাড়ানো হয়েছে।
সূত্রের খবর -শুক্রবার লাদাখে আরও একটি ডিভিশন সেনা মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পূর্ব লাদাখে ভারতীয় সেনা আছে ৪ ডিভিশন। এক -একটি ডিভিশনে থাকে ১৫-২০ হাজার সেনা। তার মানে ৪ ডিভিশন সেনা মিলিয়ে মোটামুটি ৮০,০০০ সেনা মোতায়েন করা হয়েছে পূর্ব লাদাখে। শুধু সেনা বাড়ানোই নয় ,সেই সঙ্গে যুদ্ধের সরঞ্জাম ও সমরাস্ত্রও বাড়ানো হচ্ছে। শুক্রবার লাদাখে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান নারাভানে।
লাদাখে সেবাহিনীর মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জানান -‘ আগ্রাসনের দিন শেষ। এখন প্রগতির যুগ ,এগিয়ে যাওয়ার সময় ,ইতিহাস সাক্ষী আগ্রাসনকারীরা সবসময় ধ্বংস হয়েছে। যারা আগ্রাসনের নীতিতে চলছে ,তারা শান্তির পক্ষে বিপদের কারণ। ‘
Highlights
১. লাদাখে আরও ২০,০০০ সেনা মোতায়েন করলো ভারত।
২. শুধু সেনা বাড়ানোই নয় ,সেই সঙ্গে যুদ্ধের সরঞ্জাম ও সমরাস্ত্রও বাড়ানো হচ্ছে।
# লাদাখ # সেনা বৃদ্ধি # প্রধানমন্ত্রী