লাদাখ সীমান্তে কড়া নজরদারি ,জেনে নিন ভারতীয় সেনার প্রস্তুতি সম্পর্কে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   এবার লাদাখ সীমান্তে পুরোপুরি তৈরী ভারতীয় সেনা। রবিবার রাট অবদি সেনা সূত্রে পাওয়া খবর অনুযায়ী পূর্ব লাদাখে ভারত সেনাবাহিনী সম্পূর্ণ ভাবে তৈরী আছে। গত ২৪ ঘন্টায় গালওয়ান উপত্যকায় সমরসজ্জা বেশ জোরালো করেছে ভারত। এদিকে প্যাংগং লেক ,গালওয়ান এলাকায় চীনা সেনার সক্রিয়তায় বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে ভারতীয় ভূ -খন্ডের গুরুত্বপূর্ণ কিছু স্ট্র্যাটেজিক অঞ্চল হাতছাড়া হওয়ার। জল ,স্থল  ও আকাশপথে কড়া নজরদারি রাখতে বলা হয়েছে সেবাহিনীকে।

India -Chayna

ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে যাতে তারা প্রয়োজনে যেকোনো রকম পদক্ষেপ নিতে পারে। আর এর জন্য দিল্লির অনুমতির অপেক্ষা করতে হবে না। সেনাবাহিনীর হাতে প্রয়োজনীয় অস্ত্র কেনার জন্য আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে অস্ত্রের অভাব না হয়। এছাড়া ঘাতক প্ল্যাটুন তৈরী করা হয়েছে। রবিবার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সাথে বৈঠক হয় তিন বাহিনীর প্রধানের। সেখানে বলা হয় -প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন যে মনোভাব প্রদর্শন করছে তাতে ভারতের মতো শান্তিপূর্ণ দেশ বাধ্য হচ্ছে ‘ রুলস অফ এনগেজমেন্ট ‘ পরিবর্তন করতে। ভারতীয় সেনাকে শনিবারই মুখোমুখি সংঘাতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।

চীন ভারত

ভারত -চীন সীমান্তে সাড়ে ৩০০০ কিমি জুড়ে নজরদারি চলবে। দরকারে তিন সেবাহিনী আলাদা করে ৫০০ কোটি টাকার মধ্যে সরঞ্জাম কিনতে পারবে। এতদিন প্রতিরক্ষামন্ত্রক সব অস্ত্র কিনে দিতো। কিন্তু এখন আপৎকালীন পরিস্থিতিতে সেনাবাহিনী তাদের নিজেদের প্রয়োজনীয় অস্ত্র তারা নিজেরাই কিনতে পারবে। সীমান্তে মোতায়েন করা হয়েছে ঘাতক কমান্ডোদের ,এদের ওপরেই আঘাত হানার দায়িত্ব থাকবে। সেনা সূত্রের খবর অনুসারে -এর মধ্যে চীন ফোর ফিঙ্গার থেকে এইট ফিঙ্গার অবদি সেনার গতিবিধি বাড়িয়েছে। বহুবার বলা সত্ত্বেও চীন সেনা তাদের অবস্থান থেকে নড়েনি।

Highlights

১.  গত ২৪ ঘন্টায় গালওয়ান উপত্যকায় সমরসজ্জা বেশ জোরালো করেছে ভারত। 

২.  এখন আপৎকালীন পরিস্থিতিতে সেনাবাহিনী তাদের নিজেদের প্রয়োজনীয় অস্ত্র তারা নিজেরাই কিনতে পারবে। 

৩.  চীন ফোর ফিঙ্গার থেকে এইট ফিঙ্গার অবদি সেনার গতিবিধি বাড়িয়েছে। 

লাদাখ সীমান্ত    #  ভারত   #  চীন 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন