লাল ঝড়ের মধ্যেও নিজেদের আসন ধরে রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীরা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

US-Election-2024

Bangla News Dunia , Pallab : লাল ঝড় উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। সেনেট আর কংগ্রেস, দুটোই জিতে নিয়েছেন রিপাবলিকান প্রার্থীরা। বিপুল ভোটে জয় পেয়ে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হচ্ছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। লাল ঝড়ের মধ্যেও নিজেদের আসন ধরে রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থীরা। মার্কিন আইনসভার নিম্নকক্ষে নির্বাচিত হয়েছেন ৬ জন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী।

আরো পড়ুন : কলকাতার গঙ্গায় স্নানও কি দিল্লির যমুনার মতোই বিপজ্জনক?

মার্কিন কংগ্রেসে আগামী দিনে দেখা যাবে ৬ জন ভারতীয় বংশোদ্ভূত সদস্যকে। তাঁরা প্রত্যেকেই কমলা হ্যারিসের দল ডেমোক্র্যাটের প্রতিনিধি। এই ৬ জনের মধ্যে পাঁচজনই টানা দ্বিতীয়বার নির্বাচনে নেমেছিলেন। সেই সঙ্গে নতুন সাংসদ হয়েছেন ডেমোক্র্যাটের সুহাস সুব্রহ্মণমও। পরিসংখ্যান বলছে, আমেরিকাজুড়ে নানা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন অন্তত ৩৬ জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরা।

ভারতীয় বংশোদ্ভূত সাংসদদের মধ্যে রয়েছেন রো খান্না। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রার্থী ২০১৬ সাল থেকে টানা নির্বাচিত হয়েছেন তিনি। বেশ কয়েকটি কমিটিতেও রয়েছেন। ২০২২ সাল থেকে মিশিগান আসনের ডেমোক্র্যাট সাংসদ শ্রী থানেদারও ফের নির্বাচিত হয়েছেন। #Short News

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন