Bangla News Dunia, দীনেশ : ২০২৫ সাল হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র বছর। গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া, অ্যাপেল, টেসলা সহ বিশ্বের বড় বড় কোম্পানি কাজে লাগাচ্ছে এআইকে। নিজেদের উদ্ভাবনী শক্তি, প্রযুক্তি ও এআইকে কাজে লাগিয়ে তারা তৈরি করছে নানা অত্যাধুনিক গ্যাজেট বা অ্যাপলিকেশন। এই বিষয়ে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০২৫। যা বিশ্বের অন্যতম বড় প্রযুক্তির প্রদর্শনী।
সিইএস চলাকালীন ১ হাজার ১০০-রও বেশি শিল্প বিশেষজ্ঞ বক্তব্য রাখবেন। বাজারের প্রবণতা, ক্রেতাদের চাহিদা, উদীয়মান প্রযুক্তি সম্পর্কে তাঁরা ভাষণ দেবেন, যা ভবিষ্যত পরিকল্পনায় সহায়তা করবে।
আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা
সিইএস-এর আয়োজক ইউএস কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন (CTA)। তারা জানিয়েছে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রায় ১৪০০টি স্টার্টআপ এতে অংশ নিয়েছে। ১৬০টিরও বেশি দেশ থেকে সাড়ে ৪ হাজারেরও বেশি দর্শক প্রদর্শনীতে এসেছেন।
সিটিএ-র সিইও গ্যারি শাপিরো বলেছেন, ‘আপনি শোয়ের ফ্লোর জুড়ে এআই এনাবেলড নতুন নতুন অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। চিপ থেকে শুরু করে চিকিৎসা, সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নেওয়া হচ্ছে।’
মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়ার প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং প্রদর্শনীতে ৯০ মিনিটের বক্তৃতা রেখেছেন। যেখানে তিনি গেমিং, চালকবিহীন যানবাহন, রোবোটিক্স এবং এআই-এর উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘এআই অবিশ্বাস্য গতিতে অগ্রসর হচ্ছে।’
আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
প্রদর্শনীতে হুয়াং GeForce RTX 50-সিরিজের GPU-এর মতো অত্যাধুনিক প্রযুক্তি প্রকাশ করেছেন। ব্ল্যাকওয়েল এআই প্রসেসর দ্বারা তা চালিত হবে। এটা গেমিং এবং গ্রাফিক্সের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি জেনসেন হুয়াং ‘এনভিডিয়া কসমস’ নামে একটি প্ল্যাটফর্মও প্রকাশ্যে এনেছেন, যা চালকবিহীন গাড়ি তৈরিতে সহায়ক হবে।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025