শীতকালীন সংক্রমণ মাত্র ! জানুন নতুন ভাইরাসের আতঙ্ক নিয়ে কী বলল চিন ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : চিনে (China) চোখ রাঙাচ্ছে আরও এক নতুন ভাইরাস (HMPV Outbreak)। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। ভাইরাসটির নাম হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি (HMPV)। মূলত শিশু এবং বয়স্করাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দেখা গিয়েছে চিনের হাসপাতালগুলিতেও উপচে পড়ছে ভিড়। যদিও এটিকে ‘শীতকালীন সংক্রমণ’ (Winter Occurrence) বলেই জানিয়েছে চিন।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

চিনের বিদেশমন্ত্রকের তরফে এইচএমপিভির সংক্রমণ নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। সেদেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, শীতকালে শ্বাসযন্ত্রে সংক্রমণের সম্ভাবনা বাড়ে। তাই এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চিনের নাগরিক ও পর্যটকদের আশ্বস্ত করেও তিনি বলেন, ‘আমরা আশ্বস্ত করতে পারি যে, সরকার চিনের সমস্ত নাগরিক ও পর্যটকদের স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল।’ চিনে বেড়াতে আসাও নিরাপদ বলেই উল্লেখ করেন তিনি। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্রের দাবি, এই ভাইরাসের সংক্রমণের হারও আগের তুলনায় কম।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

কোভিড-১৯ ছড়ানোর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল ভারত। তাই চিনে ফের নতুন ভাইরাস ছড়ানোর খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে ভারতেও। যদিও এইচএমপিভি-র সংক্রমণ নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলেই জানিয়েছেন ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের বিশেষজ্ঞ। এটিকে শ্বাসযন্ত্রে সংক্রমণকারী অন্যান্য ভাইরাসের মতোই দাবি করেছেন তিনি। তবে শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধে তিনি সাধারণ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। তাছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফে চিনে নতুন ভাইরাসের সংক্রমণ নিয়ে কোনও বিবৃতি জারি করেনি। পাশাপাশি বেজিংয়ের তরফেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। তবে চিনের বর্তমান পরিস্থিতি বেশ কঠোরভাবেই পর্যবেক্ষণ করছেন প্রতিবেশী দেশগুলি।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন