Bangla News Dunia , অজয় দাস :– ভারতের স্টেলথ ফাইটার জেট এমকা প্রজেক্ট নিয়ে আসলো এক বিরাট বড় খুশির খবর। ভারত এমকা ( AMCA ) ফাইটার জেটের দুটো প্রোটোটাইপ নিয়ে কাজ করছিল। আর এই প্রোটোটাইপ দুটি ফুল স্কেল লেভেল প্রোটোটাইপ হতে চলেছে। আর এবার খবর আসলো এই AMCA ফাইটার জেটের ইঞ্জিয়ারিং ডেভলপমেন্ট সম্পূর্ণরূপে করে ফেলেছে ভারত। ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। )
শুধু তাই নয় ভারতের ডিফেন্স মিনিস্ট্রি ও ফাইন্যান্স মিনিস্ট্রি একসাথে মিলে সামনের দুই তিন মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারি – ফেব্রুয়ারি মাসের মধ্যে সিসিএসকে ( CCS ) সমগ্র রিপোর্ট পাঠাতে চলেছে অর্থাৎ ক্যাবিনেট কমিটি অ্যান্ড সিকিউরিটি কে এই AMCA ফাইটার জেটের রিপোর্ট পাঠাতে চলেছে। আর ভারতের CCS অর্থাৎ ক্যাবিনেট কমিটি অ্যান্ড সিকিউরিটি প্রধান হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অর্থাৎ সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে এই AMCA ফাইটার জেটের এর কাজ চলছে।
এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে , AMCA ফাইটার জেটের প্রজেক্ট ভারতের ডিফেন্স মিনিস্ট্রির কাজ , আর এখানে ফাইন্যান্স মিনিস্ট্রি কি করছে ?
আপনাদের জানিয়ে রাখি AMCA ফাইটার জেটে তৈরি করতে প্রায় ১৫ হাজার কোটি টাকা অর্থাৎ ২ আরব ডলার খরচ হতে পারে। তাই ভারতের ফাইনান্স মিনিস্ট্রিকে এই প্রজেক্টের সাথে যুক্ত করা হয়েছে। যাতে করে কোনো অর্থের অভাব না হয়।
আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র তৈরি করছে আমেরিকা, চীনের ক্ষেপণাস্ত্র ধ্বংস হবে
তবে মনে করা হচ্ছে ২০২২ এর শুরুতেই CCS-এর বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী AMCA ফাইটার জেট তৈরির জন্য অ্যাপ্রভাল দিয়ে দেবেন। আর এই AMCA ফাইটার জেটের অ্যাপ্রভাল পাওয়ার পরেই ভারতে ৩৬ টি AMCA ফাইটার জেট তৈরির কাজ শুরু করে দেবে।
আপনাদের জানিয়ে রাখি ভারতের প্রথম যেই ৩৬ টি AMCA ফাইটার জেটে তৈরি হবে তার মধ্যে আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্স এর দেওয়া F-414 জেট ইঞ্জিন ব্যবহার করা হবে। কিন্তু ভারত যদি নিজের জেট ইঞ্জিন লাগাতো এই ফাইটার জেটে তাহলে প্রায় ২০৩০ সাল লেগে যেতো এই AMCA ফাইটার জেট তৈরী করতে ।
আরো পড়ুন :- পাকিস্তানের উপর সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে রাশিয়া
কারণ আমরা একদিন আগেই আপনাদের জানিয়েছি যেখানে ভারত তার কাবেরী ইঞ্জিনকে ফ্লাইট টেস্টের জন্য আগামী মাসে রাশিয়া পাঠাতে চলেছে। ফলে ভারতের ওই কাবেরী ইঞ্জিন নিজের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পৌঁছাতে আরও কয়েক বছর লেগে যাবে। যার ফলে ভারত আমেরিকার তৈরি এই F-414 জেট ইঞ্জিন ব্যবহার করতে চলেছে ভারতের AMCA ফাইটার জেটে ।
তবে ভারত এই ৩৬ টি AMCA ফাইটার জেটে তৈরির পরে যেই ফাইটার জেট তৈরি করবে তাতে ভারত স্বদেশী জেট ইঞ্জিন লাগাবে। কারণ ততদিনে ভারতের কাবেরী ইঞ্জিন তৈরি হয়ে যাবে। এছাড়াও ভারত ফ্রান্সের কোম্পানি safron বা ব্রিটেনের কোম্পানি রোলস রয়েসের সাথে AMCA -র সেকেন্ড জেনারেশন ফাইটার জেটের জন্য ইঞ্জিন তৈরির কাজ শুরু করবে।
আরো পড়ুন :- S-400 এর থেকেও খতরনাক যুদ্ধাস্ত্র ভারতকে অফার করলে ইজরায়েল।
ভারত সরকারের তরফ থেকে আসা এই খবরের মাধ্যমে বুঝতে পারা যাচ্ছে ভারত নিজের এয়ার পাওয়ারকে বৃদ্ধি করার জন্য খুবই দ্রুত গতিতে কাজ করছে। যাতে করে চীনকে সঠিক জবাব দেওয়া যায়।
প্রিয় দর্শক ভারতের এই এমকা ফাইটার জেট নিয়ে আপনার কি মতামত তা ভিডিওর নিচে কমেন্ট করুন আর ভিডিওটি যদি ভাল লাগে লাইক করতে ভুলবেন না।