সমগ্র বিশ্বে ১৮ লক্ষেরও বেশি আক্রান্ত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সংগীতা দত্ত রায় :-  গোটা বিশ্ব জুড়ে লাগাতার চলছে মৃত্যু মিছিল। রবিবার করোনা মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার পেরিয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লক্ষের বেশি। তবে ইতিমধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।অন্যদিকে সিঙ্গাপুরে ৫১ জন ভারতীয়র মধ্যে করোনা সংক্রমণের হদিস পাওয়া গেছে।

ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন তার দেশের স্বাস্থ্য কর্মীদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা এবং ঋণ প্রকাশ করেছেন। ক্যারি সাইমন্ডস রাট টুইটে লিখেছেন – সেন্ট টমাস হাসপাতালের কর্মচারীরা প্রত্যেকে অসাধারণ।   রবিবারের পর ব্রিটেনের মৃতের সংখ্যা ১০ হাজার পেরিয়ে যায়।

[ আরো পড়ুন :- এবারে ৮৫ লক্ষ পরিবার পাবেন বিনামূল্যে গ্যাস , জেনেনিন আপনি কী আছেন সেখানে ]

সমগ্র বিশ্বে করোনা ভাইরাসে এখনো পর্যন্ত যত মৃত্যু হয়েছে তার অর্ধেকের বেশি ইউরোপে। তার মধ্যেও ইতালি ও স্পেনে সবচেয়ে বেশি। গত ২৪ ঘন্টায় স্পেনে আরও ৬১৯ জনের মৃত্যু হয়েছে। স্পেনে মোট মৃত ১৬৯৭২ জন। আর ইতালিতে শেষ ২৪ ঘন্টায় ৪৩১ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে মোট করোনা মৃতের সংখ্যা ১৯,৮৯৯ জন। সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে ইস্টারের প্রার্থনা সারেন সবই লক ডাউনের জন্য শুন্যপুরী। এই পরিস্থিতিতে বার্তা পোপের বার্তা -বিশ্বব্যাপী সংক্রমণের ফলে যেন ২য় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী শত্রুতার পরিবেশ না ফিরে আসে।

তুলনায় জার্মানিতে মৃত্যুর সংখ্যা বেশ কিছুটা কম। সেখানে ১২৯ করোনাতে নতুন করে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। মোট সংক্রমিত সংখ্যা ১ লক্ষ ২০ হাজারেরও কিছু বেশি।

ফ্রান্সে আক্রান্ত হয়ে আরও ৩১৫ জনের মৃত্যু হয়। ইরানে ১১৭ জনের মৃত্যু হয়।মোট মৃতের সংখ্যা ৪৪৭৪।রাশিয়াতে একদিনে ২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

[ আরো পড়ুন :- আসামে খুলছে মদের দোকান, এরাজ্যে কবে খুলবে ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন