Bangla News Dunia, অজয় দাস :- বেশ কয়েক বছর ধরে ভারতের সাথে সম্পর্কের অবনতি তৈরী করেছে তুর্কি। যবে থেকে পাকিস্তানের সাথে ঘনিষ্টতা শুরু করেছে তুর্কি তবে থেকেই ভারতের সাথে তুর্কির সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। তবে এই সম্পর্ক খারাপের পিছনে ভারতের কোনো হাত নেই। যা করেছে তুর্কি করেছে। মূলত পাকিস্তানের প্রপোগাণ্ডার শিকার হয়ে ভারতের বিরুদ্ধে বারবার সুর ছড়িয়েছে তুর্কির এরদোগান সরকার।
কিন্ত কয়েক বছর আগেও ভারতের সাথে বন্ধুর সম্পর্ক ছিল তুর্কির। তা আজও দুই দেশের নাগরিকদের দেখে বোঝা যায়। আমরা যেমন তুর্কিকে , তুরস্ক বলে জানি বা বইতে পড়েছি। তেমনই তুর্কির মানুষরা ভারতকে হিন্দিস্তান বলে জানে। তারা বইতে হিন্দিস্তান পরে থাকে।
আরো পড়ুন :- করোনা কালে শরীরের ইমিউনিটি বাড়াতে কি করা উচিত জানালো WHO
আজ তুর্কির মধ্যে ভারতের প্রভুত্ব দেখতে পাওয়া যায়। সেখানকার মানুষের মধ্যে ভারতের সমন্ধে ভালো চিন্তা ভাবনা দেখতে পাওয়া যায়। তুর্কির সরকার ভারতের সাথে সম্পর্ক খারাপ করলেও সেখানকার মানুষ ভারতকে তাদের মিত্র দেশ হিসাবেই দেখে থাকে।
s
তবে এবার ভারতের করোনা পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াবার কথা বললেন সেখানকার সরকার। তুর্কির রাষ্ট্রপতির স্পোক পার্সন এই দিন ভারতের উদ্দেশ্যে বলেন ভারতের এই মারাত্মক অবস্থায় তুর্কি ভারতের মানুষের প্রতি সহানুভূতি রাখে ও তুর্কি যতটা সম্বভ ভারতের সাহায্য করবে। যাতে করে যত দ্রুত সম্বভ ভারত এই মহামারী থেকে বেরোতে পারে।
আরো পড়ুন :- সাবধান , মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ! জেনেনিন কবে কবে বন্ধ থাকবে
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- কি করে বুঝবেন আপনার উপসর্গহীন করোনা হয়েছে কি না ?