সামরিক দিক থেকে বিশ্বের কে কোথায় দাঁড়িয়ে ? ভারতের অবস্থান কোথায় !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সামরিক দিক থেকে বিশ্বের কে কোথায় দাঁড়িয়ে ? সেনা আর সামরিক শক্তির নিরিখে এক নজরে দেখুন কোন দেশ কোথায় ।

১. আমেরিকা — এই দেশের সামরিক খাতে খরচ প্রায় ৫৮৭ কোটি ডলার। এদের সক্রিয় সেনা সংখ্যা প্রায় ১৩ লাখের বেশি। আর রিসার্ভ ফোর্স রয়েছে প্রায় ১০ লক্ষ। এই দেশের এয়ারক্র্যাফট  রয়েছে ১৩ হাজারের বেশি।  ট্যাঙ্ক রয়েছে প্রায় ৬ হাজার। নৌবাহিনির জাহাজ রয়েছে প্রায় ৪৫০ টি। যাদের এয়ারক্র্যাফট বহনকারী জাহাজ রয়েছে ১৯টি। তাই এই তথ্য বলছে সামরিক দিক থেকে এগিয়ে আমেরিকা।

ফ্রান্স থেকে আসবে যুদ্ধবিমান rafal

২. রাশিয়া —- এই দেশের সামরিক খাতে খরচ প্রায় ৪৫ কোটি ডলার। এদের সক্রিয় সেনা সংখ্যা প্রায় ৮ লাখের বেশি। আর রিসার্ভ ফোর্স রয়েছে প্রায় ২৫ লক্ষ। এই দেশের এয়ারক্র্যাফট  রয়েছে ৪ হাজারের বেশি।  ট্যাঙ্ক রয়েছে প্রায় ২০ হাজার। নৌবাহিনির জাহাজ রয়েছে প্রায় ৩৫০ টি। যাদের এয়ারক্র্যাফট বহনকারী জাহাজ রয়েছে ১টি। তাই এই তথ্য বলছে সামরিক দিক থেকে দ্বিতীয়। কিন্তু পারমাণবিক দিক থেকে প্রথম।

আরো পড়ুন :- ২১শে বাংলায় পদ্ম নাকি জোড়াফুল ? মহাএক্সিটপোল পর্ব – দার্জিলিং

৩.চীন — এই দেশের সামরিক খাতে খরচ প্রায় ১৬১ কোটি ডলার। এদের সক্রিয় সেনা সংখ্যা প্রায় ২২ লাখের বেশি। আর রিসার্ভ ফোর্স রয়েছে প্রায় ১৪ লক্ষ। এই দেশের এয়ারক্র্যাফট  রয়েছে ৪ হাজারের বেশি।  ট্যাঙ্ক রয়েছে প্রায় ৭ হাজার। নৌবাহিনির জাহাজ রয়েছে প্রায় ৭১৪ টি। যাদের এয়ারক্র্যাফট বহনকারী জাহাজ রয়েছে ১টি। তাই এই তথ্য বলছে সামরিক দিক থেকে চীন তৃতীয়।

৪. ভারত – এই দেশের সামরিক খাতে খরচ প্রায় ৫৫ কোটি ডলার। এদের সক্রিয় সেনা সংখ্যা প্রায় ১৪ লাখের বেশি। আর রিসার্ভ ফোর্স রয়েছে প্রায় ২৯ লক্ষ। এই দেশের এয়ারক্র্যাফট  রয়েছে ২ হাজারের বেশি।  ট্যাঙ্ক রয়েছে প্রায় ৭ হাজার। নৌবাহিনির জাহাজ রয়েছে প্রায় ৩০০ টি। যাদের এয়ারক্র্যাফট বহনকারী জাহাজ রয়েছে ২টি। তাই এই তথ্য বলছে সামরিক দিক থেকে দ্রুত এগোচ্ছে ভারত। কারণ তাদের রয়েছে দেশি প্রযুক্তির নানা শক্তিশালী হাতিয়ার।

এই হলো মোটামুটি সামরিক তথ্যের ধারণা। আগামীদিনে আরো বিষয় নিয়ে আসবো।

Highlights

1. সামরিক দিক থেকে বিশ্বের কে কোথায় দাঁড়িয়ে ?

2. দেশি প্রযুক্তির নানা শক্তিশালী হাতিয়ার

#সামরিক #Atomic #India #America #RUS

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন