করোনায় সামাজিক অবদানের জন্য ইতালিতে সম্মান বঙ্গসন্তানের

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News  Dunia, সারদা দে :- বিদেশে নিজেদের পেশা কিংবা কর্ম কৃতিত্বের জন্য অনেক বাঙালি  সম্মান পেয়েছেন। এইবার সামাজিক অবদানের জন্য ইতালিতে সরকারি সম্মান পাচ্ছেন এক বঙ্গসন্তান বিপ্লব দেবনাথ। তিনি ইতালির ট্রেভিস প্রদেশের মন্টেবেলুনা শহর থেকে শেয়ার করেছেন ওখানকার পরিস্থিতি ,সাথে নিজের অভিজ্ঞতা ও কর্মকান্ড।

[ আরো পড়ুন :- করোনা পরিস্থিতি নিয়ে ট্রাম্পের রোষের মুখে হু ]

ওই শহরে যেসব বয়স্ক ব্যক্তি প্রয়োজনীয় সামগ্রী আনার জন্য মার্কেটে যেতে পারছেন  না তাদের দায়িত্ব নিজের কাঁধে  তুলে নিয়েছেন বিপ্লব। রাস্তায় নেমে সাহায্য করেছেন অনেকে মানুষের। সোমবার স্থানীয় কাউন্সিলর বিদেশী হয়েও  এখানকার বাসিন্দাদের জন্য তিনি যা করছেন তার প্রশংসা করেন। মূলত এই সামাজিক কাজের জন্যই সম্মানিত হচ্ছেন তিনি। লক ডাউন উঠে গেলে রোমে তিনি পাবেন এই স্বীকৃতি।

[ আরো পড়ুন :- করোনার থাবা চওড়া হচ্ছে প্রতিবেশী পাকিস্তানে ]

এর সাথে জানিয়েছেন করোনা মোকাবিলায় ইতালির বর্তমান পরিস্থিতির কথাও । সরকারের তৎপরতায় ইতালিতে করোনায়  মৃত্যুর সংখ্যা কমেছে।  সাধারণ মানুষের জন্য মার্কেটগুলোতে পর্যাপ্ত পরিমানে প্রয়োজনীয় সামগ্রী মজুত আছে। পরিবারের একজন গিয়ে সেই সামগ্রী সংগ্রহ করা সুযোগ পাচ্ছেন। সাথে প্রত্যেককে  দেওয়া হচ্ছে মাস্ক।  মাস্ক ছাড়া বাইরে বেরোলে জরিমানা করা হচ্ছে। সরকারের এই সক্রিয় ভূমিকার প্রশংসাও শোনা গেছে তার কথায় ।

ইতালীতে কমছে করোনা পজিটিভের সংখ্যা

বর্তমানে ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৫,৫৮৬।  এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪,৩৯২ জন এবং  মারা গেছেন ১৭,১২৭ জন। গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভের সংখ্যা আগের থেকে কমেছে। ২৪ ঘন্টায় ৩ হাজার ৩৯ জনের করোনা সংক্রমনের খবর ধরা পড়েছে। তবে মৃতের সংখ্যা সামান্য কমলেও অস্বানিত হওয়ার মতো কিছু হয়নি। গড়ে প্রায় ছয়শোর আসে পাশে মৃত্যু হচ্ছে। করোনা মৃত্যুতে এখনো ইতালি শীর্ষে আছে। ইতালির ২১ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ওই অঞ্চলেই শুধু মারা গেছেন ৯ হাজার ৪৮৪ জন। এই অঞ্চলটি এখন ইতালির করোনা হটস্পট কেন্দ্র।

[ আরো পড়ুন :- N-95 নয়, বন্ধু পাকিস্তানকে ‘অন্তর্বাস’ মাস্ক পাঠাল ‘পরম বন্ধু’ চিন ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন