সামাজিক দূরত্ব বজায় উচিত, কিন্তু তার থেকে বেশি দরকার মাস্ক

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- করোনা প্রকোপ বাড়ার সাথে সাথে লকডাউন তো হয়েছিল তার সাথে সাথে মাস্ক পড়াটা বাধ্যতা মূলক করে ছিল বহু দেশ । আর তার ফলে হাত নাতে ভালো ফল হয়েছে বলে বিশেষজ্ঞদের দাবি । নতুন একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে৷ এতে আশা আলো দেখছে গোটা বিশ্ব ৷

ওই রিপোর্টে বলা হয়েছে যে, সামাজিক দূরত্বের থেকেও বেশি কাজ হচ্ছে মাস্ক পরলে ৷ এমনকি বাড়িতে থাকার  থেকেও বেশি ফল মিলছে মাস্কেই ৷ মার্কিন গবেষণা শোনাচ্ছে এই আশার বাণি ৷ এই রিপোর্ট প্রকাশিত হয়েছে PNAS (The Proceedings of the National Academy of Sciences of the USA)-এ ৷

৬ এপ্রিল উত্তর ইতালিতে মাস্ক পরা নিয়ম করা হয়৷ ১৭ এপ্রিল একইভাবে মাস্ক পরা বাধ্যতামূলক হয় নিউ ইয়র্কে৷ যেই সময় এই দুই জায়গায় এই পদক্ষেপ নেওয়া হয়, সেই সময় সেখানে করোনার সংক্রমণ বাড়ছিল অত্যাধিক হারে ৷ তবে এই নিয়মের পর, তা অনেকটা কমানো গিয়েছে বলে জানানো হয়েছে ৷ যা বোঝাতে তুলে ধরা হয়েছে পরিসংখ্যাণ৷ যেদিন থেকে মাস্ক পরা নিয়ম হয়েছে উত্তর ইতালিতে সেই ৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ৭৮হাজার সংক্রমণ কমানো গিয়েছে এবং নিউ ইয়র্কেও ১৭ এপ্রিল থেকে ৯ মে ৬৬হাজার কম হয়েছে আক্রান্তের সংখ্যা৷ এতে বোঝা যাচ্ছে মাস্কের গুরুত্ব ৷

মাস্ক পরা যখন থেকে বাধ্যতামূলক হয়েছে নিউ ইয়র্কে, তখন থেকে প্রতিদিন গড়ে ৩ শতাংশ কমেছে সংক্রমণের হার ৷ ইউ এস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায় যে কোনও রকম জনসভা, তাতে যত কম লোকই থাকুন না কেন, সেখানে কাপড় দিয়ে মুখ ঢাকা অত্যন্ত জরুরি এবং তা একপ্রকার নিয়মে বেঁধে দিতে হবে ৷

Highlights

১. করোনা প্রকোপ বাড়ার সাথে সাথে লকডাউন তো হয়েছিল তার সাথে সাথে মাস্ক পড়াটা বাধ্যতা মূলক করে ছিল বহু দেশ 

২. ওই রিপোর্টে বলা হয়েছে যে, সামাজিক দূরত্বের থেকেও বেশি কাজ হচ্ছে মাস্ক পরলে 

৩. মাস্ক পরা যখন থেকে বাধ্যতামূলক হয়েছে নিউ ইয়র্কে, তখন থেকে প্রতিদিন গড়ে ৩ শতাংশ কমেছে সংক্রমণের হার

#Face Mask  #Corona  #Mask Mandatory

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন