সারা দুনিয়াকে চমকে দিলো তুর্কি , ভারতকে পাঠালো সাহায্য !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , অমিত রায় :- বর্তমান সময়ে তুর্কির সাথে ভারতের সম্পর্ক একদমই ভালো নেই। তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ান কাশ্মীর নিয়ে পাকিস্তানের পক্ষ হয়ে UNSC -তে আওয়াজ তুলেছিল। এছাড়া তুর্কি বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে কথা বলেছে। বর্তমান সময়ে তুর্কির সাথে পাকিস্তানের সম্পর্ক সর্বোচ্চ স্তরে রয়েছে। তারই মধ্যে তুর্কির তরফ থেকে ভারতের করোনা পরিস্থিতির সাথে লড়াই করার জন্য ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

তুর্কির মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তুর্কির তরফ থেকে দুটি প্লেনে করে ভারতের জন্য ৫০ টি ভেন্টিলেটের  , ৩০ টি অক্সিজেন টিউব ও ৫ টি অক্সিজেন প্ল্যান্ট পাঠানো হয়েছে। যা ভারত সরকারের হাতে তুলে দেওয়া হবে। তুর্কির এই সিদ্ধান্তে হতবাক সারা দুনিয়া। সবচেয়ে বেশি হতবাক পাকিস্তান। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে পাকিস্তান ভাবতেই পারেনা যে তুর্কি ভারতকে সাহায্য পাঠাতে পারে।

property banner

তুর্কিই ভারতের সাথে সম্পর্ক খারাপ করেছে। ভারত তুর্কির সাথে সম্পর্ক খারাপ করেনি। এই কারণেই তুর্কি ভারতের থেকে করোনা ভ্যাকসিন চাইতে পারেনি। কিন্তু এখন প্রশ্ন তুর্কি কি কারণে ভারতকে সাহায্য করলো ?

আরো পড়ুন :- ব্রহ্মস মিসাইল নিয়ে বিরাট সফলতা পেলো DRDO , ভারত চাইলে নোট ছাপতে পারবে !

মূলত ২০২০ সালে যখন করোনা ভাইরাস আসে তখন ভারত একমাত্র দেশ যে বিশ্বের ১৫০ টির বেশি দেশকে বিভিন্ন ঔষদ ও বিভিন্ন মেডিক্যাল সামগ্রী রপ্তানি করে ছিল । সেই সময় ভারত প্রচুর পরিমাণে মেডিক্যাল সামগ্রী ও ঔষধ তুর্কিকে দিয়েছিল । এছাড়া তুর্কি জানে তারা রাশিয়ার থেকে যেই ভ্যাকসিনের অর্ডার দিয়েছে তা ভারত থেকেই রপ্তানি হবে ।

এরই সাথে ভারত আর্থিক শক্তিতে রূপান্তরিত হতে চলেছে । ফলে ভারতের সাথে তুর্কি সম্পর্ক খারাপ করলে তুর্কিরই ক্ষতি হবে । এছাড়া তুর্কি নিজের নৌসেনার জন্য জাহাজ ভারতের কাছেই অর্ডার দিয়েছে তার ডেলিভারি ও দেরি হতে পারে । এই সকল কথা ভেবেই দেরি হলেও ভারতকে সাহায্য পাঠালো তুর্কি। এক্ষণ দেখার তুর্কি ভারতের সাথে নিজের সম্পর্ক ভালো করে কি না ।

 আরো পড়ুন :- মুসলিম বিশ্বকে এক করে ” আর্মি অফ ইসলাম ” গড়ার পথে তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ান

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- একের পর এক দেশ চীনকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে , এবার বিরাট পদক্ষেপ নিলো ব্রিটেন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন