bBanla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গেছে। এখনো অবধি ২০০ টির বেশি দেশে প্রভাব ফেলেছে এই মারণ ভাইরাস। সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ৬৫ হাজার ৮৮৯ জন। এখনো অবধি সুস্থ হয়ে উঠেছেন ৯ লক্ষ ২৩ হাজার ২৫৯ জন। মৃত্যু হয়েছে ২ লক্ষ ১১ হাজার ৬৬৩ জন। শুধু মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ১০ লাখের বেশি। সেখানে মোট করোনা আক্রান্ত ১০ লক্ষ ১০ হাজার ৫০৭ জন। সেখানে মারণ ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৬ হাজার ৮০৩ জনের। তবে মৃত্যুর গতি একটু কমেছে আমেরিকাতে।
পাশাপাশি লাফিয়ে লাফিয়ে করোনা আক্রন্তের সংখ্যা বাড়ছে ইউরোপের দেশ গুলিতে। আক্রান্তের সংখ্যায় এক নম্বরে রয়েছে স্পেন। সেখানে এখনো অবধি নোবেল করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছে মোট ২ লক্ষ ২৯ হাজার ৪২২ জন। আক্রন্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। সেখানে এখনো অবধি নোবেল করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছে প্রায় ২ লক্ষ। মৃত্যু হয়েছে ২৬ হাজার ৯৭৭ জন। এরপরেই রয়েছে ফ্রান্স।সেখানে করোনা আক্রান্ত ১ লক্ষ ৬৫ হাজার ৮৪২ জন। মৃত্যু হয়েছে ২১ হাজারের বেশি। তবে জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যার তুলনাতে মৃতের সংখ্যা অনেক কম।
আরো পড়ুন :- সরকারি হাসপাতালকে সতর্ক থাকার নির্দেশ নবান্ন-র
তবে চিন্তা বাড়ছে রাশিয়াকে নিয়ে। সেখানে করোনা আক্রান্ত প্রায় ৮৭ হাজার ১৪৭ জন। মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। তবে বিভিন্ন দেশে করোনাতে মৃতের হার ক্রমশ কমছে। আসার আলো দেখার অপেক্ষায় বিশ্ববাসী।
আরো পড়ুন :- রাজ্যের রেড জোনে ২১ মে অবদি লকডাউনের ভাবনা