সীমান্তে কোনো সংঘর্ষ নেই ,নেপাল ও চীন সমস্যায় আশ্বাস ভারতের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –  বেশ কিছুদিন ধরেই লাদাখে ভারত ও চীন সীমান্ত নিয়ে  উত্তেজনা চলছিল। ভারতীয় সেনাবাহিনী জানায় -এই মুহূর্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটছে না। সেবাহিনী জানিয়েছে -দুপক্ষের মধ্যে মতের মিল না হওয়ায় সীমান্ত রক্ষার প্রচলিত নিয়ম মেনেই দু -পক্ষের কমান্ডাররা আলোচনা করছে।

কেন্দ্র ভারতের সম্মানে কোনোভাবেই আঘাত লাগতে দেবে না। মনে করা  ম্যাপ আপডেট বিল পাস্ হলে নিউ দিল্লি ও কাঠমান্ডু সংঘাত বাড়ার সম্ভাবনা।ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জানান -‘ ভারতের নীতি একেবারে পরিষ্কার যে সব প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা হবে। ‘ তিনি দেশ বাসীকে এই বলে আশ্বস্ত করেন যে -ভারতের সম্মানে কোনোরকম আঘাত পড়তে দেবেন না। ডোকলাম বিবাদের সময়ও আলোচনা করে সমস্যা মেটানো হয়েছিল এবারও  হবে।

তিনি এও মনে করেন -লিপুলেখ নিয়ে নেপালের সঙ্গে যে সমস্যা আছে সেটাও মিটে .যাবে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ভারত ও চীনের সীমান্ত নিয়ে  বিবাদ  মধ্যস্থতা করতে চেয়েছিলো কিন্তু মার্কিন প্রতিরক্ষা সচিবের সাথে বাড়িতে প্রতিরক্ষা মন্ত্রী কথা  বলেন এবং জানান- ভারত চীন নিজেরাই আলোচনা  সমস্যার সমাধান করবে।

Highlights

১.  কেন্দ্র ভারতের সম্মানে কোনোভাবেই আঘাত লাগতে দেবে না।

২.  ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জানান -‘ ভারতের নীতি একেবারে পরিষ্কার যে সব প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা হবে। ‘ 

 

সীমান্ত   সমস্যা    #  ভারত    #   নেপাল   #   চীন 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন