সীমান্তে ঠাণ্ডায় কাবু চীন সেনারা ! পাঠাতে হচ্ছে হাসপাতাল

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সীমান্তে ঠাণ্ডায় কাবু চীন সেনারা ! প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও  চীন উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু হটাৎ ঠাণ্ডার মরশুম শুরুর আগেই লাদাখের ঠাণ্ডায় কাবু হয়ে পড়ছে চীন পিপল লিবারেশন আর্মিরা। যুদ্ধ অনেক বড়ো কথা , তারা এখন ঠাণ্ডার রোগে আক্রান্ত হয়ে পড়ছে। সূত্র মারফত জানা গেছে ফিঙ্গার 4 এলাকায় চীন সেনাদের অবস্থা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। ভারতীয় সেনা সূত্রে খবর, বিগত তিন চার দিন ধরে LAC-তে পিপল লিবারেশন আর্মির সেনারা কুপকাত হয়ে পড়েছে।

india-china

প্রসঙ্গত চীন সংবাদপত্র গ্লোবাল টাইমসের সম্পাদক হু শিজন ট্যুইট করে ভারতীয় সেনাদের লাদাখের ঠাণ্ডার কথা বলে ভয় দেখিয়েছিলেন। কিন্তু এতো পুরো উল্টো চাল খেয়ে গেল চাইনিজ সেনারা। উলেখ্য ভারতীয় সেনারা সিয়াচেনের মত উচ্ছ ঠাণ্ডার অঞ্চলে দেশের সীমান্ত রক্ষা করে চলেছে। ১৬০০০ থেকে ১৭০০০ ফুট উচ্চতায় শূণ্য থেকে মাইনাস ডিগ্রি সেলসিয়াসে থাকার জন্যও তারা স্পেশাল প্রশিক্ষণও নিয়েছে। এছাড়াও লাদাখের স্থানীয় বাসিন্দারাও ভারতীয় সেনাকে নানা ভাবে সাহায্যও করে চলেছে।

আরো পড়ুন :- বাংলায় মাথাচাড়া দিচ্ছে জঙ্গি সংগঠন ! উদ্বেগ গোয়েন্দা মহলে

কিন্তু পরিস্থিতি বলছে শীত এখনও সেই রকম পড়েনি। আর এখনই জিনপিং-র চীনা সেনাদের হাল খুব খারাপ হয়ে গেছে। চীন সরকার মুখেই বড় বড় কথা বলতে পারে, কাজের বেলায় তাঁদের বস্তা খারাপের দিকে। যদি যুদ্ধ হয় এই অকেজো সেনা নিয়ে কি করে লড়বে চীন।

Highlights

1. সীমান্তে ঠাণ্ডায় কাবু চীন সেনারা !

2. পরিস্থিতি বলছে শীত এখনও সেই রকম পড়েনি। 

3. এখনই জিনপিং-র চীনা সেনাদের হাল খুব খারাপ হয়ে গেছে

4. LAC-তে পিপল লিবারেশন আর্মির সেনারা কুপকাত হয়ে পড়েছে

#LAC #CHINA #INDIA #PLA

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন