Bangla News Dunia, S. Datta Roy :- লাদাখের গালওয়ান উপত্যকায় ১৫ জুন রাতের সংঙ্ঘর্ষের পর থেকে লাদাখ সীমান্তে চীনা সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে বিভিন্ন সূত্র মারফত অনেক রকম খবরই পাওয়া যাচ্ছে। উপগ্রহ চিত্র ও সেনা সূত্রের খবর অনুসারে -গালওয়ান উপত্যকা ছাড়িয়ে লাদাখের অন্য বেশ কয়েকটি জায়গাতেও চীনা সেনার সক্রিয়তা বেড়েছে। এইসব জায়গাগুলোর মধ্যে আছে -প্যাংগং লেক ,ডেপসাং ,গোগরা হট স্প্রিং ইত্যাদি। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে যে -গালওয়ান উপত্যকায় চীন নতুন পোস্ট বানিয়েছে। চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি চীনকে নতুন নির্মানকার্য বন্ধ করার বার্তা দিয়েছে।
উপগ্রহ চিত্রে দেখা গেছে যে -গালওয়ান উপত্যকায় চীন যেখানে নতুন পোস্ট নির্মাণ করেছে সেটা পিপি ১৪ থেকে মাত্ৰ ১ কিমি দূরে গালওয়ান যদি ও সিয়োক নদীর মোহনার কাছে, যেখানে গালওয়ান নদী সিয়োক নদীর সঙ্গে মেশার জন্য Y আকারের বাঁক নিয়েছে। আর এর ফলে স্ট্রেটেজিক Y ভারত -চীন সংঘর্ষের নতুন কেন্দ্র হতে পারে। প্যাংগং লেক সংলগ্ন কিছু এলাকাতেও চীন ঘাঁটি গেড়েছে। প্যাংগং লেকের ফিঙ্গার ৪ অবদি চলে এসেছে চীনা সেনা।
একই অবস্থা ডিবিও এবং ডেপসাং অঞ্চলেও। ভারতীয় রাষ্ট্রদূত বলেন -‘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা দ্বন্দ্ব মেটানোর একমাত্র পথ চীনকে সেখানে নতুন নির্মাণ বন্ধ করতে হবে। ভারতীয় সেনার টহলদারিতে বাধা দেওয়া বন্ধ করতে হবে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার স্থিতাবস্থা নষ্টের যে চেষ্টা চীন করছে দ্বিপাক্ষিক সম্পর্কে তার সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। ‘ সূত্রের খবর -পূর্ব লাদাখের ১৫ টি জায়গায় সেনা মোতায়েন করেছে চীন। ভারতীয় সেনার চৌকির দিকে বিভিন্ন রেঞ্জের কামান তাক করে রাখা হয়েছে।
Highlights
১. গালওয়ান উপত্যকা ছাড়িয়ে লাদাখের অন্য বেশ কয়েকটি জায়গাতেও চীনা সেনার সক্রিয়তা বেড়েছে।
২. গালওয়ান উপত্যকায় চীন নতুন পোস্ট বানিয়েছে।
৩. প্যাংগং লেকের ফিঙ্গার ৪ অবদি চলে এসেছে চীনা সেনা।
# চীনা সেনা ঘাঁটি # ভারতীয় ভূ -খন্ড # লাদাখ