সৌদি আরবে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে থাকতে পারবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News Dunia , সমরেশ দাস : – এর আগে স্বদেশের মতো সৌদি আরবেও চলছিল লকডাউন কিন্তু সেটাতে কিছুটা পরিবর্তন এনে সেখানকার সম্রাট সলমান বিন আব্দুল আজিজ অংশিক লকডাউন বা কার্ফুর নতুন ফরমান জারি করেছেন । তার এই নতুন ফরমান জারি হয়েছে রবিবার অর্থাৎ ২৬শে এপ্রিল থেকে । এই ফরমানে সময় সীমা বলা হয়েছে যে প্রতিটা নাগরিক সকাল ৯ টা থেকে নিয়ে সন্ধ্যে ৬ তা পর্যন্ত বাড়ির বাইরে থাকতে পারবেন ।

সেখানকার সংবাদ পত্র এসপিএ সূত্র খবর সম্রাট নির্দেশ দিয়েছেন যে ২৬শে এপ্রিল থেকে নিয়ে ১৩ই মে পর্যন্ত সেখানে সমস্ত জায়গাতে অংশিক লকডাউন থাকবে । আর ফলে ব্যবসা বাণিজ্যে কিছুটা ছাড় দেওয়া হয়েছে । সেখানে ছোট বড় দোকানগুলি খোলা অনুমতি দেওয়া হয়েছে , অনুমতি দেওয়া হয়েছে শপিং মল গুলি খোলার জন্য । কিন্তু সমস্ত ক্ষেত্রে শর্ত একটাই মানতে হবে সবাই কে সামাজিক দূরত্ব ।

আরো পড়ুন :- ঘূর্ণবার্তের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যারা ঠিক কর্মী আছেন তারা ২৬শে এপ্রিল থেকে নিয়ে ১৩ই মে পর্যন্ত কাজ করতে পারবেন । তাদের কে ছাড় দেওয়া হয়েছে , শুধু সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে । যেগুলো একেবারেই খোলা যাবে না সেই সমস্ত গুলি হলো সেলুন, বিউটি পার্লার, হেল্থ ক্লাব, সিনেমা হল, রেস্তোরাঁ, ক্যাফে, স্পোর্টস ক্লাব । এই সমস্ত গুলি অবসসই বন্ধ রাখতে হবে বলে জানা গেছে ।

আরো পড়ুন :- করোনা পরীক্ষার জন্য অর্থসাহায্য দেবের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন