সৌদি থেকে পাকিস্তানে ফিরতে না ফিরতেই , ইমরান খান ও চীনকে ঝটকা দিলো সৌদি

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :– ঈদের আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব যান। সেখানে তিনি সৌদি প্রিন্স বিন সালমানের সাথে দেখা করেন। তাই পরেই সৌদি থেকে পাকিস্তানের সাহায্যের জন্য বিভিন্ন পরিযোজনা চালানোর কথা ঘোষণা করে সৌদি সরকার। এছাড়া সৌদি পাকিস্তানকে ৪৪০ মেট্রিকটন চাল দেয়।  কারণ বিগত কিছু দিন ধরে পাকিস্তানকে খাদ্যের অভাব দেখা দিয়েছে বিশেষত গমের।

পাকিস্তানের এই খাদ্যের চাহিদা পূরণের জন্যই সৌদি এই ৪৪০ মেট্রিকটন চাল পাকিস্তানকে দেয়। কিন্তু সৌদি থেকে যখন ইমরান খান ফিরে আসেন তার পরেই সৌদির তরফ থেকে পাকিস্তানকে ও তার সাথে চীনকে ঝটকা দেওয়া হয়।

আরো পড়ুন :- এক ডোজেই কাবু করোনা ! ভারতে তৈরি হবে ৮৫ কোটি ভ্যাকসিন , বিরাট ঘোষণা রাশিয়ার

মূলত পাকিস্তানের সবচেয়ে বেশি মানুষ সৌদিতে কাজ করতে যান ও সৌদিতে কর্মরত। এই পরিস্থিতিতে সৌদি ঘোষণা করে যে যেই সকল পাকিস্তানী চীনের ভ্যাকসিন নেবে তাদের  সৌদি সরকার নিজের দেশে ঢুকতে দেবে না। সেই পাকিস্তানী ব্যাক্তি কর্মের জন্য বা ঘুরতে যার জন্যই আসুক না কেন। এর ফলে পাকিস্তানের এক বিরাট জনসংখ্যা যা সৌদিতে কাজ করতো তারা আর কাজ করতে যেতে পারবেন না , যতদিন না চীন ছাড়া অন্য কোনো দেশের ভ্যাকসিন লাগাচ্ছেন।

মূলত সৌদি পাকিস্তান ও চীনের সম্পর্ক নিয়ে আগেই নারাজ ছিল। এছাড়া পাকিস্তানের সাথে তুর্কির সম্পর্ক ও সৌদি ভালো চোখে দেখছে না। এই জন্যই সৌদি পাকিস্তানকে এই ঝটকা দিলো। তারই সাথে চীনকে ঝটকা দেবার পিছনে উইঘুর মুসলিমদের উপর চীনের অত্যাচারের ঘটনাকে মনে করা হচ্ছে।

মূলত , সৌদি নিজের দেশে চীনের তৈরী কোনো ভ্যাকসিনের মঞ্জুরি দেয়নি। চীন সৌদির সাহায্যের জন্য ভ্যাকসিন ও পাঠিয়েছে কিন্তু সৌদি ওই ভ্যাকসিন নিজের দেশের মানুষদের লাগায়নি। কারণ সৌদির বক্তব্য চীনের তৈরী ভ্যাকসিন করোনা ভাইরাসের সাথে লড়াই করতে সক্ষম নয়। তার প্রমান তুর্কির থেকেই পাওয়া গেছে।

আরো পড়ুন :- ভারত বাদে বিশ্বের ২৫ টি দেশকে ধন্যবাদ জানালো নেতানিয়াহু , তবে কি দেরি করে ফেললো ভারত ?

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- করোনা ভাইরাসের হাওয়ায় ছড়ানো নিয়ে মারাত্মক তথ্য উঠে আসলো মার্কিন সংস্থার গবেষণায়

Bangla news dunia Desk

মন্তব্য করুন