Bangla News Dunia, সারদা দে :- মিস ইংল্যান্ড শিরোপাকে দূরে সরিয়ে রেখে স্টেথোস্কোপ হাতে কোরোনার চিকিৎসা করতে এগিয়ে এলেন নটিংহামের চিকিৎসা বিজ্ঞানে স্নাতক বঙ্গতনয়া ভাষা মুখোপাধ্যায়। ২০১৯ সালে মিস ইংল্যান্ড শিরোপা জিতেছিলেন তিনি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চিকিৎসকের পেশা ছেড়েছিলেন ,এমনকি এর পরে করেছিলেন মডেলিংও। কিন্তু সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে তখন তিনি আবার হাতে তুলে নিলেন স্টেথোস্কোপকে, ফিরে এলেন নিজের পুরোনো পেশাতে । এই সংকটের সময় মিস ইংল্যান্ড হয়ে ইংল্যান্ডের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার মহান ব্রত গ্রহণ করলেন।
[ আরো পড়ুন :- গোটা বিশ্বে এরকম অর্থনৈতিক বিপর্যয় কখনও হয়নি , উদ্বেগ বাড়ালো IMF ]
এর মধ্যে প্রস্তাব পেয়েছিলেন বেশ কয়েকটি চ্যারিটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করার । কিন্তু এই সঙ্কটজনক পরিস্থিতিতে মানবতার জন্য কাজ করারকেই শ্রেয় বলে মনে করলেন। সংবাদ সংস্থা সিএনএ কে তিনি জানিয়েছেন যে মার্চের শুরুতে ভারতে এসেছিলেন কভেন্ট্রি মার্সিয়া লায়নস ক্লাবের সম্মানে। সেখানে বিভিন্ন স্কুলে পরিষ্কার পরিছন্নতার শিক্ষা দেওয়ার সাথে সাথে প্রতিবন্ধী মেয়েদের আর্থিক সাহায্যও করেছিলেন। এর পরে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নিজের পুরোনো পেশায় ফিরে গেলেন বোস্টনের এই জুনিয়র চিকিৎসক। তবে এর আগে বাধ্যতামূলকভাবে ১৪ দিন ধরে আইসোলেশনে ছিলেন এবং তার পরেই ইংল্যান্ডের পিলগ্রিম হাসপাতালে নিজের কাজ শুরু করেছেন।
[ আরো পড়ুন :- ম্যালেরিয়ার ওষুধ নিয়ে ভারতকে পাল্টা চাপ আমেরিকার ]
ভাষা মুখার্জী মূলত ইংল্যান্ডের ডার্বি শহরের বাসিন্দা। মেধাবী এই তরুণীর পাঁচটি ভাষার উপর দক্ষতা ছাড়াও রয়েছে চিকিৎসার ক্ষেত্রে দুটি ভিন্ন ডিগ্রী। নটিংহাম বিশ্ববিদ্যালয়ঃ থেকে শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানে নয় মেডিসিন এবং সার্জারি বিষয়েও অর্জন করেছিলেন দুটি পৃথক ডিগ্রী। ইংল্যান্ডে করোনা ভাইরাস পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। এই সময় ভাষার মতো সেলিব্রিটি চিকিৎসকের এই পেশায় প্রত্যাবর্তন নিঃসন্দেহে বাকিদের অনুপ্রাণিত করবে।