হঠাৎ অকেজো একাধিক ‘সোশ্যাল মিডিয়া’ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : হঠাৎ অকেজো ফেসবুক , ইন্সটাগ্রাম , টুইটার। শুধু ভারতে নয়, গোটা বিশ্বজুড়েই হাজার হাজার ব্যবহারকারী এই পরিস্থিতির মুখে পড়েছেন। সবথেকে বেশি সমস্যায় পড়েছেন মার্কিন মুলুকের বাসিন্দারা। সবথেকে বেশি সংখ্যক গ্রাহক সমস্যায় পড়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ জানান যে নতুন করে কোনও টুইট পোস্ট করা যাচ্ছে না। ক্রমাগত ‘এরর’ মেসেজ দেখাচ্ছে।

আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর

জানা গিয়েছে, বুধবার হঠাৎই অকেজো হয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। একদিকে যেমন একাধিক ব্যবহারকারী অভিযোগ জানান, ফেসবুক-ইন্সটাগ্রাম না চলার, তেমন বহু টুইটার ব্য়বহারকারীও জানান, টুইটারও অচল। নতুন করে কোনও আপডেট পোস্ট করা যাচ্ছে না।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও বড়সড় যান্ত্রিক গোলযোগের কারণেই এই সমস্যা দেখা দিয়েছে। টুইটারের তরফে সমস্যার কথা স্বীকার করে নেওয়া হলেও, ফেসবুক-ইন্সটাগ্রামের তরফে এখনও অবধি পরিষেবা ব্যাহত হওয়া নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে

একদিকে, ফেসবুক-ইন্সটাগ্রাম খুললে যেখানে পেজ রিফ্রেশ হচ্ছিল না বা নতুন কোনও পোস্ট দেখা যাচ্ছিল না। সমস্যার কথা স্বীকার করে ইলন মাস্কের সংস্থার তরফে একটি বার্তা পাঠিয়ে বলা হয়েছে, “টুইটার হয়তো আশাতীতভাবে কাজ করছে না। সমস্যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। গোটা বিষয়টি সম্পর্কে আমরা অবগত এবং দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।”

আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন