Bangla News Dunia , পল্লব : ২০২৫-র শুরুতেই আক্রমণ শানাবে চিন। তাইওয়ানকে প্রথমে নিশানা করবে বেজিং। চিনা আগ্রাসনের হাত থেকে বাঁচতে পারবে না আমেরিকাও। সম্প্রতি এমনই সতর্কবার্তা দিয়েছেন মার্কিন বায়ুসেনার শীর্ষকর্তা General Mike Minihan। সূত্রের খবর, এই মর্মে একটি বিস্তারিত নথি মার্কিন সেনার সদর দফতর পেন্টাগনে জমা করেন তিনি। সেই নথিতেই কী ভাবে চিন আক্রমণ শানাবে, তারই নীল নকশা তুলে ধরেছেন ওই মার্কিন বায়ুসেনার আধিকারিক।
আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে
পাশাপাশি, বেজিংকে হারাতে কী পদক্ষেপ করা উচিত, তাও উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য আমেরিকার General Mike Minihan বলেন, “আশা করছি আমার এই ভবিষ্যতবাণী মিথ্যা প্রমাণিত হবে। আমার মস্তিষ্ক বলছে, ২০২৫-এ আমাদের যুদ্ধে নামতে হবে।” মার্কিন বায়ুসেনা অফিসারের দাবি, আগামী বছর তাইওয়ানে নির্বাচন রয়েছে। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং আপ্রাণ চেষ্টা করবেন নিজের পছন্দের সরকার গড়তে। সেই লক্ষ্যে সাফল্য এলে, তাইওয়ানকে একটি চুক্তির মাধ্যমে চিনের সঙ্গে সংযুক্ত করবেন।
চিনের এই আগ্রাসী মনোভাব নিয়ে মার্কিন প্রশাসনকে বারবার সতর্ক করেছেন সেদেশের বায়ুসেনার শীর্ষকর্তা। তাঁর কথায়, তাইওয়ান দখলের সময় আমেরিকা যাতে কোনওভাবেই দ্বীপরাষ্ট্রের সাহায্যে আসতে না পারে, সেদিকে লক্ষ্য রাখবে চিন। সেই কারণেই দক্ষিণ-চিন সাগর ও জাপান সাগরে মার্কিন নৌবহর গুলিকে ধ্বংস করতে Air Strike করবে বেজিং। এর পাশাপাশি আগ্রাসী চিনকে থামাতে কী করণীয়, তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ওই বায়ুসেনা অফিসার।
আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা
প্রসঙ্গত, আগেই দক্ষিণ চিন সাগরে চিনা আগ্রাসন নিয়ে সতর্কবার্তা দেন মার্কিন নৌসেনার এক শীর্ষকর্তা। চিনা নৌবহর ও ডুবোজাহাজের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। “আটলান্টিকে রাশিয়া আর দক্ষিণ চিন সাগরে চিন — দু’দিক থেকে সাঁড়াশি আক্রমণ হলে সমস্যা হবে আমেরিকার। দুই ফ্রণ্টে যুদ্ধ করা খুবই কঠিন হয়ে পড়বে।”
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর