Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ফিরল করোনা আতঙ্ক। হাজির করোনার আর এক নতুন প্রজাতি। আফ্রিকায় সন্ধান মেলা করোনা ভাইরাসের নতুন প্রজাতি নিয়ে উদ্বেগে WHO। B.1.1.529-এর নাম ‘Omicron’ রাখল WHO। নয়া ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক তালিকায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আতঙ্কে কাঁপছে বিশ্ব। বিবৃতিতে WHO জানিয়েছে, এই ভাইরাস নিয়ে প্রাথমিক গবেষণায় দেখা গিয়েছে , বেশিবার এই ভাইরাস মিউটেট ঘটিয়ে আরও সংক্রামক হয়ে উঠছে। এই নয়া ভ্যারিয়েন্টের মিউট্যান্ট গুলির মধ্যে বেশ কয়েকটি সাংঘাতিক উদ্বেগজনক। বার বার সংক্রামিত হওয়ার আশঙ্কা থাকবে।
ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার সমস্ত প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনার নয়া প্রজাতি । শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংগঠনের টেকনিক্যাল অ্যাডাভাইসরি গ্রুপ অন ভাইরাস ইভোলিউশন বৈঠকে বসে। সেখানে নয়া ভ্যারিয়েন্ট B.1.1.529- র চরিত্র নিয়ে পর্যালোচনা করা হয়। চলতি মাসের গোড়ায় দক্ষিণ আফ্রিকায় দৈনিক করোনা আক্রান্তের গড় সংখ্যা ছিল ১০৬। সেখান থেকে বেড়ে বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ১২০০। যার মধ্যে B1.1.529-তে সংক্রমিত ২২ জন।
দেশে ফের করোনা সংক্রমণের হার দ্রুত গতিতে বাড়ছে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস’। মূলত গৌতেং, জোহানেসবার্গ এবং রাজধানী প্রেট্রোরিয়াতে করোনা সংক্রমণের হার অত্যধিক বলে NICD জানিয়েছে। নতুন করে সংক্রমণ সরকারের উদ্বেগের কারণ হয়ে উঠেছে, স্বীকার করে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জো ফাহলা।
তিনি বলেন, ‘করোনার নতুন প্রজাতি গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠেছে এবং দ্রুতহারে সংক্রমণ বাড়ার ঘটনা নতুন করে আশঙ্কা বাড়াচ্ছে।’ পাশাপাশি ভ্যারিয়্যান্ট ভ্যাকসিনকেও ফাঁকি দিতে পারে বলে আশঙ্কা গবেষকদের একাংশের।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল