হামাসের রকেট হানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয় নার্সরা

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia , দীনেশ দেব :- বিগত এক সপ্তাহ ধরে প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের পরিস্থিতি চলে আসছে। এখন পর্যন্ত সম্পূর্ণ যুদ্ধে অবর্তীর্ণ হয়নি দুই দেশ। কিন্তু তারই মধ্যে দুই দেশের পক্ষ থেকে একে অপরের উপর রকেট হামলা চলছে। ইতি মধ্যেই ইসরায়েলের রকেট হামলায় গাজার বিভিন্ন বহুতল বিল্ডিং ধূলিসাৎ হয়েছে। মারা ও গেছেন প্রচুর মানুষ। অপর দিকে হামাসের রকেট হানায় এক ভারতীয় নার্স সমেত বেশ কিছু ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন :- ইসরায়েলকে হুঙ্কার এরদোয়ানের , তুর্কি চুপ থাকবে না !

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন ভারতীয় নার্সরা।  তারা সেখানকার বয়স্ক মানুষদের দেখা শুনার কাজ করেন। যেহেতো এই বয়স্ক মানুষ গুলি নিজের থেকে চলতে অক্ষম তাই তারা খুব সহজে সুরক্ষিত স্থানে যেতে পারছে না। তাই যখনই গাজা থেকে হামাসের রকেট হামলা হচ্ছে তখন এই ভারতীয় নার্সরা নিজেও সুরক্ষিত বাঙ্কারে যেতে পারছেনা।

ইসরায়েলে থাকা এক ভারতীয় নার্স জানান যে তিনি বিগত ৪ দিন ঘুমাননি। তিনি যেই বিল্ডিংয়ে থাকেন সেখানে বাঙ্কারের ব্যবস্থা ও নেই। আর তিনি যাকে দেখা শোনা করেন তাকে ছেড়েও যেতে পারছেন না , মানবিকতার খাতিরে। তিনি জানান ২০১৯ এর পরিসংখ্যান অনুযায়ী প্রায় ১৪ হাজার ভারতীয় ওই দেশে কর্মরত। তার বেশিরভাগটাই নার্স। তিনি বলেন এখন দেশে ফিরতে চাই।

আরো পড়ুন :- ইহুদিরা এতো শক্তিশালী কেনো ? ইহুদিদের শক্তিশালী হওয়ার পিছনের ইতিহাস জানুন

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ইসরায়েল ও প্যালেস্তিন যুদ্ধের আবহে সৌদিতে F-18 ফাইটার জেট রাখলো আমেরিকা ! তবে কিসের ইঙ্গিত ?

Bangla news dunia Desk

মন্তব্য করুন