Bangla News Dunia, দীনেশ : মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে হেরে যাওয়ার জন্য স্বামী ডগ এমহফকে দায়ী করলেন কমলা হ্যারিস। তিনি জানিয়েছেন, নির্বাচনি প্রচারে এমহফ তাঁকে একটুও সহায়তা দেননি। শুধু এটুকু বলেই থেমে যাননি কমলা। তাঁর বিস্ফোরক মন্তব্য, ‘সত্যি বলতে কী, আমার ওকে ভণ্ড বলে মনে হয়েছে।’ এমহফের প্রথম পক্ষের স্ত্রীর সন্তানদের যিনি ন্যানি ছিলেন, এমহফ তাঁকে গর্ভবতী করেন। লাঞ্ছনাও দিয়েছেন।
আরো পড়ুন :- নকল সূর্য বানিয়ে চমকাল চিন
হ্যারিস দম্পতির ঘনিষ্ঠরা জানিয়েছেন, তাঁদের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে না। প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিতে দু’জনেই যোগ দিয়েছিলেন। সেইসময় তাঁদের চোখমুখ ও হাবভাবে স্বাভাবিকতা পরিলক্ষিত হয়নি। এর মধ্যে আইন সংস্থা বিগ অ্যাপল-এ কাজ করার জন্য সই করেছেন কমলার স্বামী। শোনা যাচ্ছে কমলা বই লিখতে পারেন। প্রেসিডেন্ট নির্বাচনেও দাঁড়াতে পারেন।
আরো পড়ুন :- ৫,০০০ টাকায় ব্যবসা শুরু করুন, মাসে আয় ৫০,০০০ টাকা ! দেখুন স্বল্প বিনিয়োগের ৫টি ব্যবসা
কমলা প্রায় সব সময় হাসি মুখে থাকতে ভালোবাসেন। প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পরেও হাসিমুখে স্বাগত জানিয়েছেন বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে। চুপচাপ, গোমড়ামুখে থাকা তাঁর ধাতে পোষায় না। কমলার হারের জন্য অনেকেই বাইডেনকে দোষী করেছেন। কমলা স্বামীকেই দুষলেন।
আরো পড়ুন :- ঝাঁ চকচকে সেলুনে ঢুকে পড়লো একটা গরু, তারপর যা ঘটলো জানলে মজা পাবেন আপনি
আরো পড়ুন :- স্টেট ব্যাঙ্ক সবার অ্যাকাউন্ট থেকে ২৩৬ টাকা কেটে নিচ্ছে, জানুন কেন কাটা হচ্ছে এই টাকা ?