হোয়াইট হাউসের পথে এগিয়ে বিডেন ! নিজেকে জয়ী ঘোষণা ট্রাম্পের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- হোয়াইট হাউসের পথে এগিয়ে বিডেন ! নির্বাচনের শুরু থেকেই মেল-ইন-ব্যালটে কারচুপির অভিযোগ এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প । একইভাবে গণনায় অশান্তির আশঙ্কায় উদ্বিগ্ন ছিল ডেমোক্র্যাটিক শিবিরও। গতকাল আমেরিকায় বিক্ষিপ্ত হিংসার ঘটনায় সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে। এই পরিস্থিতিতে ফের বিডেন শিবিরের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনলেন ডোনাল্ড ট্রাম্প। জনগণের ভোটে নিজেকে জয়ী ঘোষণা ট্রাম্পের।

শেষ খবর অনুযায়ী ২৬৪ টি ইলেক্টোরাল ভোট বা আসন নিয়ে ২৭০-এর ম্যাজিক ফিগার প্রায় ছুঁয়ে ফেলেছেন বিডেন। ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। কিন্তু সুইং স্টেট অ্যারিজোনা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা ও নেভাডার মতো রাজ্যের ফল এখনও আসেনি। তবে প্রেসিডেন্ট পদে বসতে হলে এই সব রাজ্যেই জয়ী হতে হবে ট্রাম্পকে। একটি রাজ্য দখল করলেই হোয়াইট হাউসে পৌঁছে যাবেন বিডেন। এই পরিস্থিতিতে ট্রাম্প একাধিক প্রদেশের ফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। কোথাও আবার রিপাবলিকানদের সঙ্গে টক্কর দিতে রাস্তায় নেমেছেন ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকেরাও।

আরো পড়ুন :- যুদ্ধ জয়ে একধাপ এগোলেন বাইডেন ! হুঙ্কার দিচ্ছেন ট্রাম্প

সূত্রে খবর  পেনসিলভেনিয়ায় ২০টি আসন এগিয়ে ট্রাম্প। তবে গণনার অগ্রগতির সঙ্গে ফারাক কমিয়ে আনছেন বিডেন। এখন মাত্র ৫০ হাজার ভোটে এগিয়ে ট্রাম্প। নেভাডায় ৬টি আসন ৮৪% গণনা শেষ। এখানে ১১ হাজার ভোটে এগিয়ে বিডেন। এদিকে, মেল-ইন-ব্যালট কারচুপি নিয়ে দেশের নির্বাচনী প্রক্রিয়াকে শেষ করে দিয়েছে বলে সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিডেনের জন্য পথ কিছুটা সহজ হয়ে গেলেও এখনই লড়াই থেকে একেবারেই বেরিয়ে যাননি বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।

Highlights

1. হোয়াইট হাউসের পথে এগিয়ে বিডেন !

2. লড়াই থেকে একেবারেই বেরিয়ে যাননি বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প

#Biden #Trump

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন