Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- হয়েও হল না করোনামুক্তি। ফের লকডাউন করা হল চিনের রাজধানী বেজিংয়ের একাংশে। শনিবার ফের সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে শহরটিতে নতুন করে ছয় জন বাসিন্দার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। তারপরই এই সিদ্ধান্ত নিয়েছে শি জিনপিং সরকার।
সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, দক্ষিণ বেজিংয়ের ফেংতাই জেলার ১১টি এলাকায় বাসিন্দাদের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ওই এলাকার নিকটেই একটি বাজার থেকে ফের করোনা ভাইরাস ছড়াচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রায় দু’মাস পর বেজিংয়ে করোনার মামলা সামনে এসেছে।
প্রসঙ্গত আক্রান্তরা জিনফাদি মাংসের বাজারে গিয়ে সংক্রমিত হয়েছেন বলে খবর। ইতিমধ্যে ওই বাজারটি বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলও। এছাড়াও, পাশের আরও একটি সামুদ্রিক প্রাণির বাজারও বন্ধ করেছে প্রশাসন। সব মিলিয়ে আপাতত বেজিংয়ের বেশ কয়েকটি এলাকাজুড়ে কড়া নিশেষধাজ্ঞা জারি করা হয়েছে।
গত বছরের শেষের দিকে হুবেই প্রদেশের রাজধানী ইউহান শহরে প্রথম করোনা ভাইরাসের দেখা পাওয়া যায়। তারপর থেকে গোটা চিনেই হানা দেয় মারণ করোনা ভাইরাস। ক্রমে তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বের বিভিন্ন দেশে । প্রসঙ্গত, কয়েকদিন আগেই করোনা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করে জিনপিং সরকার। তাতে উল্লেখ, ২০১৯এর ডিসেম্বরের ২৭ তারিখ প্রথম বোঝা যায় যে, নিউমোনিয়া ইউহানের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। তখনও ভাইরাসের পরিচয় বোঝা যায়নি।
Highlights
1. হয়েও হল না করোনামুক্তি
2. র লকডাউন করা হল চিনের রাজধানী বেজিংয়ের একাংশে
# Corona # China # Lockdown # Health