Bangla News Dunia, দীনেশ :- সালটা ১৮১৪, অক্টোবর মাসের একটি দিন। সেদিন এক অদ্ভূত বিপর্যয়ের সম্মুক্ষীন হয়েছিল লন্ডন শহর। ‘লন্ডনের বিখ্যাত বিয়ারের বন্যা’(The Great London Beer Flood), হ্যাঁ এই নামেই ইতিহাসের পাতায় খোদাই হয়ে রয়েছে এই উদ্ভট দিনটি। টেমস নয় সেদিন ‘পোর্টার’ নামক এক বিয়ার ভাসিয়েছিল লন্ডনের রাস্তা।
আরো পড়ুন :- নতুন বছরেই নির্বাচনের ইঙ্গিত, বাংলাদেশে ইউনূসের মেয়াদ কি তবে শেষের দিকে ?
কিন্তু আদতে কী ঘটেছিল সেই দিন? আসুন জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় লন্ডনের ‘মিউক্স এন্ড কোং হর্স শু ব্রুয়ারি’ (Meux & Co Horse Shoe Brewery) নামক এক বিয়ার প্রস্তুত কারক কোম্পানির কারখানায়। লন্ডনের ব্যাস্ততম টটেনহাম কোর্ট রোডে(Tottenham Court Road) অবস্থিত এই ব্রুয়ারিটিতে ছিল এক ২২ ফুট উঁচু বিয়ার মজুত রাখবার বিশাল কাঠের ট্যাংক। এদিন এই বিয়ার ট্যাংকটিতে প্রায় ৩,৫০০ ব্যারেল ফারমেন্টিং পোর্টার বিয়ার রাখা ছিল। আচমকাই ট্যাংকটিকে ধরে রাখা একটি লোহার রিং ভেঙে যাওয়ায় ধসে পড়ে পুরো কাঠামোটি। ব্যাস তারপর ট্যাঙ্কটিতে থাকা প্রায় ৩২৩,০০০ গ্যালন(১২.২ লাখ লিটার) বিয়ার ভাসিয়ে দেয় স্থানীয় সেন্ট গিলস রুকারি এলাকা। মিনিটের মধ্যে প্রায় ১৫ ফুট উঁচু বিয়ারের ঢেউ ভাসিয়ে নিয়ে যায় তাঁর পথে আসা সবকিছু। ভেঙে পড়ে ঘরবাড়ি, ৮ জন মানুষ প্রাণ হারান এই বিয়ারের বন্যায়।
আরো পড়ুন :- বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে বিরাট মন্তব্য করলেন জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাদানি !
তবে সেদিন রাস্তায় ভেসে আসা বিনামূল্যের বিয়ারের লোভেও কিন্তু ছুটেছিলেন বহু বিয়ার প্রেমী। কেউ কেউ রাস্তা থেকেই সরাসরি পান করতে শুরু করেন সেই বিয়ার। এমনকি ঘটনার পরের দিন সেই বিয়ার পান করার পর বিষক্রিয়ায় একজনের মৃত্যুর খবরও পাওয়া যায়। এই ঘটনার কয়েকমাস পরেও নাকি সেই বিয়ারের গন্ধ ঘুরে বেরিয়েছিল ওই এলাকা জুড়ে যা সেই দিনটির কথা প্রতিনিয়ত মনে করাত লন্ডনবাসীকে।
আরো পড়ুন :- ‘নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে’, লন্ডনে ভার্চুয়াল বক্তৃতায় বার্তা হাসিনার
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024