২০ বছরের লড়াইয়ের অবসান , প্রতিষ্ঠিত হল হিন্দু মন্দির

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ২০ বছরের লড়াইয়ের অবসান। অবশেষে আয়ারল্যান্ডের মাটিতে তৈরি হলো প্রথম হিন্দু মন্দির। সেখানে দীর্ঘদিন বসবাসকারী আইরিশ হিন্দু ধর্মাবলম্বীদের দীর্ঘ ২০ বছরের লড়াই আর অপেক্ষার অবসান হলো। এর আগে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য বা পূজা পার্থনা করার জন্য তাদের কোনো উপযুক্ত স্থান ছিল না। দীর্ঘদিন ধরেই আয়ারল্যান্ডে মন্দির প্রতিষ্ঠার চেষ্টা ও আবেদন জানিয়ে আসছিলেন আয়ারল্যান্ডে বসবাসকারী ভারতীয় হিন্দুরা। এবার তাদের সেই ইচ্ছা পূরণ হলো।

আয়ারল্যান্ড এর রাজধানী ডাবলিন শহরে প্রথম হিন্দু মন্দির প্রতিষ্ঠা করা হলো। সেখানকার বৈদিক হিন্দু সংস্কৃতি কেন্দ্রের তরফ থেকে জানা গেছে, এই মন্দিরে তারা ধর্মাচরণ করার পাশাপাশি আয়ারল্যান্ডে বসবাসকারী ভারতীয় হিন্দুদের জন্য বেশ কিছু জনকল্যাণমূলক কাজের বন্দোবস্ত করবেন। পাশাপাশি পরিবেশ শুদ্ধ রাখতে সমগ্র আয়ারল্যান্ড জুড়ে বেশ কয়েক হাজার গাছ লাগানোর পরিকল্পনা করছেন তারা।

আয়ারল্যান্ডে বসবাসকারী বহু মানুষের দুবেলা খাবার জোটে না। তাদের সাহায্য করবে আয়ারল্যান্ডের বৈদিক হিন্দু সংস্কৃতি কেন্দ্র। পাশাপাশি, আয়ারল্যান্ডে বসবাসকারী প্রায় ২৫ হাজার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সবরকম ধর্মীয় অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে মন্দিরে। আয়ারল্যান্ডের কমিউনিটি হল ভাড়া করে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে হতো। এবার থেকে তারা নিজ ধর্মীয় স্থানেই ধর্মাচরণ করতে পারবেন। এই ব্যবস্থায় স্বভাবতই খুশি হিন্দু ধর্মাবলম্বীরা। ডাবলিনে বসবাসকারী এক হিন্দু জানালেন, ভারতের থেকে বহুদূরে বিদেশের মাটিতে প্রার্থনা করার জায়গা পেয়ে তারা স্বভাবতই খুশি এবং গর্বিত।

Highlights

1. ২০ বছরের লড়াইয়ের অবসান

2. খুশি হিন্দু ধর্মাবলম্বীরা

#Hindu #Temple

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন