Big News : মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকা দখল বিদ্রোহীদের, ভয়ে কাঁটা ইউনূস সরকার

By Bangla News Dunia Dinesh

Published on:

bangladesh

 

Bangla News Dunia, দীনেশ :- গৃহযুদ্ধে উত্তপ্ত ভারতের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার (Mayanmar Unrest)। এই মুহূর্তে মায়ানমারেরর বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার অধিকাংশই বিদ্রোহী আরাকান আর্মির দখলে চলে গিয়েছে। যার ফলে রোহিঙ্গা অনুপ্রবেশের সম্ভাবনা বাড়ছে বাংলাদেশে। সেটা নিয়ে একটা নতুন আশঙ্কা তৈরি হচ্ছে। কক্সবাজার স্থানীয় প্রশাসনও এনিয়ে খোঁজখবর নিচ্ছে।  কক্সবাজারের (Coxbazar) টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসানউদ্দিন বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে বাংলাদেশ বর্ডার যাতে কেউ ক্রস না করে সেটা দেখা। কোনও অবস্থাতেই যাতে রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে তা নিশ্চিত করতে টহলদারি জোরদার করা হয়েছে।’

আরো পড়ুন :- মাত্র ২০০ টাকা দিয়েই বছরে ৩৬,০০০ টাকা ! পেনশন স্কিম আনল মোদী সরকার

সীমান্তবর্তী মাউংডু শহরের নিয়ন্ত্রণও এই মুহূর্তে বিদ্রোহীদের দখলে বলে জানা যাচ্ছে। রাজধানী নেপিডো, ইয়াঙ্গন সহ বড় শহরগুলি এখনও সামরিক বাহিনী জুন্টার কব্জায় রয়েছে। একসময় রোহিঙ্গাদের সঙ্গে বিরোধীতা থাকলেও এখন জুন্টা বাহিনীর পক্ষেই রয়েছে রোহিঙ্গারা। একাধিক সশস্ত্র গোষ্ঠী জুন্টা সরকারের হয়ে বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালাচ্ছে। তবে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের ২৭০ কিলোমিটার সীমান্ত এলাকা আরাকান আর্মি সহ বিদ্রোহী গোষ্ঠীগুলোর দখলে চলে যাওয়ায় পায়ের তলা থেকে মাটি সরবে রোহিঙ্গাদেরও।  রোহিঙ্গাদের যে সমস্ত সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ভয়ে গা ঢাকা দিয়েছে তারা এবার ঢুকে পড়তে পারে বাংলাদেশে (Bangladesh)।

আরো পড়ুন :- কফিন থেকে উঠে বসলেন ‘মৃত মহিলা’, হাড়হিম করা ঘটনার পিছনে লুকিয়ে কোন রহস্য?

গত এক বছরেরও বেশি সময় ধরে জাতিদাঙ্গায় বিধ্বস্ত হয়ে আছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার (Mayanmar)। ২০২১ সালে আং সান সুচির  সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে সামরিক জুন্টাবাহিনী। এরপর ২০২৩ সাল থেকে জুন্টা বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করেছে তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), আরাকান আর্মি (এএ) এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)-র নয়া জোট ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়্যান্স’।  ওই অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন ১০২৭’।  এর জেরেই ক্রমশ মায়ানমারে কোনঠাসা হতে শুরু করেছে ক্ষমতায় থাকা জুন্টা সরকার।

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন