Breaking: তৃতীয় ( ভারত ) দেশের ইশারাতে চীনকে বড় ধাক্কা রাশিয়ার

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- রাশিয়া থেকে আগেই S-400 কিনেছে চীন। ভারতের সাথে বিবাদের আগেই চীন রাশিয়ার কাছে বেশ কিছু S-400 মিসাইল সিস্টেম অর্ডার করেছিল। তার ডেলিভারি হবার কথা ছিল এই বছরই।

ভারতের সাথে বিবাদের জেরের মাঝেই রাশিয়া থেকে আবারো S-400 পেতো চীন। কিন্তু রাশিয়া চীনকে দিতে চলা S-400 এর সাপ্লাই আটকে দিলো। রাশিয়ার এই পদক্ষেপের পরে চীনের তরফ থেকে বলা হয়, রাশিয়া তৃতীয় কোনো দেশের ইসারায় এই অর্ডার সাপ্লাই বন্ধ রেখেছে। তবে চীনের আঙুল ভারতের দিকেই উঠেছে।  চীন আরো বলে , যে বিশ্বের কিছু দেশ চীনকে দুর্বল করার চেষ্টা করছে।

এই মিসাইল ডিফেন্স সিস্টেম না দেবার পিছনে রাশিয়া বর্তমান করোনা মহামারীর কথা বলেছে। রাশিয়া জানায় , এই মিসাইল ডিফেন্স সিস্টেম বর্তমানে চীনকে সাপ্লাই করা হলে , রাশিয়ার সেনাদের চীনে যেতে হবে। আর তার ফলে যাতে তাদের কোনো অসুবিধা না হয় তাই এই পদক্ষেপ গ্রহণ করেছে রাশিয়া।

কিছুদিন আগে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংহ রাশিয়ার রাষ্ট্রপতির সাথে কথা বলেন , রাশিয়ার তরফ থেকে বলা হয়। ভারতকে এই S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম সঠিক সময়ে ডেলিভারি করা হবে।

তবে বিশেষজ্ঞদের মতে , বর্তমান ভারত ও চীনের সম্পর্কের কথা মাথায় রেখেই এই মিসাইল ডিফেন্স সিস্টেম ডেলিভারি বন্ধ রেখেছে রাশিয়া। যাতে চীনের সামনে ভারত দুর্বল না হয়ে পরে।

S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কি ?

S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম হলো , এই ডিফেন্স সিস্টেম আকাশে থাকা শত্রুর যে কোনো প্রকার অস্ত্রকে আকাশেই নষ্ট করে দিতে পারে। যেই অঞ্চলে এই ডিফেন্স সিস্টেম স্থাপন করা হবে সেই স্থানের চতুর দিকে প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত শত্রুর কোনো ঘাতক অস্ত্রকে আকাশেই নষ্ট করে দিতে পারে এই সিস্টেম।

Highlights:- 

১. তৃতীয় দেশের ইশারাতে চীনকে বড় ধাক্কা রাশিয়ার

২. চীনকে দেওয়া S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম এর ডেলিভারি স্থগিত রাখলো রাশিয়া 

৩. বর্তমান ভারত ও চীনের সম্পর্কের কথা ভেবে এই পদক্ষেপ নিয়েছে রাশিয়া 

#russia #india #china #s-400 #banglanews #defencenews

Bangla news dunia Desk

মন্তব্য করুন