BREAKING: ভূমিকম্পে প্রয়াত ফুটবলার

By Bangla News Dunia Sudipto

Published on:

Bangla News Dunia , আবির:-তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর নিখোঁজ থাকা ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর উদ্ধার ঘিরে নতুন করে বিভ্রান্তি ছড়িয়েছে। তুরস্কের যে ক্লাবের হয়ে আতসু চুক্তিবদ্ধ সেই হ্যাতাস্পোরের কর্মকর্তারা মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিকে জানিয়েছিলেন, ঘানার ফুটবলারকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করে এক হাসপাতালে চিকি‍ৎসার জন্য ভর্তি করা হয়েছে। ফলে অনেকেই স্বস্তির নিঃস্বাস ফেলেছিলেন। কিন্তু ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই হ্যাতাস্পোরের কোচ এবং আরও বেশ কয়েকজন আধিকারিক জানিয়েছেন, এখনও খোঁজ মেলেনি আতসুর। আর তার পরেই প্রশ্ন উঠেছে, কিসের ভিত্তিতে ঘানার ফুটবলারকে উদ্ধারের খবর জানিয়েছিলেন ক্লাবটির কর্মকর্তারা?

আরো পড়ুন :-মিড-ডে মিল দুর্নীতি, ক্যাগকে অডিটের অনুরোধ

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হল সে দেশের গোলকিপার আহমেদ এরূপ তুর্ক সালানের। গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি শেষ পর্যন্ত ধ্বংস স্তূপের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হলো তার ক্লাবের তরফে টুইটারে মৃত্যুর খবর জানানো হয়েছে তার স্ত্রী কুবরাকে আগেই উদ্ধার করা হয়েছিল কিন্তু ত্বক সালামকে বাঁচানো যায়নি।বুক সাপ পর ওসমান লিপস পর উমরানি ঈদের পরে খেলার পর বর্তমান ক্লাব ইয়েনি মায়াতি যোগ দেন ।

আরো পড়ুন :- BREAKING : প্রধানমন্ত্রী মোদির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তুর্কির রাষ্ট্রপতি এরদোগান ! কীসের ইঙ্গিত ?

গত বছরের সেপ্টেম্বর মাসে তুরস্কের হ্যাতাস্পোরে যোগ দিয়েছিলেন ঘানার নামী ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। তুরস্কের ক্লাবটিতে যোগ দেওয়ার বেশ কয়েক বছর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছিলেন তিনি। নিউক্যাসেল ইউনাইটেড, এভারটন ও পোর্তোর মতো ক্লাবের হয়ে মাঠে দারুণ পারফর্ম করে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন। গত রবিবার রাতে ক্যাসিমপাসার বিরুদ্ধে হ্যাতাস্পোরের হয়ে মাঠে নেমেছিলেন আতসু। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৭ মিনিটে) গোল করে দলকে ১-০ ব্যবধানে জয় এনে দেন ঘানার তারকা ফুটবলার।

আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর

কিন্তু সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণাঞ্চল। ওই ভূমিকম্পের পরে আতসুর নিখোঁজ থাকার খবর ছড়িয়ে পড়ে। উদ্বিগ্ন হয়ে পড়েন ক্লাবের সদস্য সমর্থক থেকে শুরু করে ঘানার তারকা ফুটবলারের পরিচিতরা। মঙ্গলবার হ্যাতাস্পোরের সহ-সভাপতি মোস্তাফা ওজাত তুরস্কের গণমাধ্যমকে বলেন, আতসুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ফুটবল প্রেমীরা। কিন্তু বুধবার ক্লাবের কোচ ভলকান ডেমিরেল একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিনিধিকে জানান, ‘আতসু কোথায় আছেন, তা এখনও অজানা। তাঁকে ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’ হ্যাতাস্পোর ক্লাবের চিকিৎসক গার্ভে কেহভেচিও একই কথা বলেছেন। তাঁর কথায়, ‘আমাদের প্রথমে জানানো হয়েছিল আতসুকে উদ্ধার করে ডর্টুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ওই হাসপাতালে তন্নতন্ন করে খুঁজেও তাঁর দেখা মেলেনি। চিকি‍ৎসকরাও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি।’

আরো পড়ুন :- BREAKING: লক্ষ্মীর ভাণ্ডার: চালু হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

 

Bangla News Dunia Sudipto

মন্তব্য করুন