বাইডেনের আমন্ত্রণে সাড়া ! অবশেষে হোয়াইট হাউসে ট্রাম্প

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প । জয় নিশ্চিত হওয়ার পরই তাঁকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন । এবার বাইডেনের ডাকে সাড়া দিয়ে চার বছর পর হোয়াইট হাউসেগেলেন ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে যান ট্রাম্প। সেখানে পৌঁছতেই ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন। একে অপরের সঙ্গে হাত মেলাতেও দেখা গিয়েছে ট্রাম্প ও বাইডেনকে। ক্ষমতার হস্তান্তর নিয়েও আলোচনা করেন দুজনে। গত সপ্তাহেই ট্রাম্প জেতার পরই বাইডেন জানিয়েছিলেন, তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর (Peaceful transfer of power) নিশ্চিত করবেন। সেই প্রসঙ্গ তুলেই এদিন বাইডেন বলেন, ‘আপনাকে দেওয়া কথা নিশ্চিত করতে যতটা করা সম্ভব আমি করব।’ উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর জয়ী বাইডেনকে এমন সৌজন্য দেখাননি ট্রাম্প। বরং নিজের পরাজয় অস্বীকার করেন এবং ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন তিনি। নির্বাচনের কয়েকদিন পর ক্যাপিটল হিংসার সাক্ষী থেকেছে গোটা আমেরিকাবাসী।

আরো পড়ুন :- ডেটে গেলে ৫০০০ টাকা, সঙ্গীকে হোটেলে নিয়ে যেতে ২৩ হাজার! যুগলদের জন্য উদ্যোগ রাশিয়ার

এদিনের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘রাজনীতি খুবই কঠিন। অনেকক্ষেত্রেই এই জগৎটা একেবারেই ভালো নয়। তবে আজ রাজনীতি সদর্থক জায়গায় রয়েছে, সেটা আমার ভালো লাগছে।’ বৈঠকে বাইডেন ও ট্রাম্প ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

আরো পড়ুন :- G-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন প্রধানমন্ত্রী, যাবেন নাইজেরিয়া, গায়ানায়

আরো পড়ুন :- বাংলার বহু মানুষের রেশন কার্ড বাতিল হবে। কি কারন ? জানুন কিভাবে নিজের কার্ড সুরক্ষিত রাখবেন ?

প্রসঙ্গত, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমে ৮২ বছর বয়সি বাইডেন প্রার্থী হবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু পরবর্তীতে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি সরে আসেন। তাঁর পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী করা হয় কমলা হ্যারিসকে। প্রথম থেকেই ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এমনকি বেহস কয়েকটি ভোট পূর্ববর্তী সমীক্ষাতে এগিয়েও ছিলেন কমলা। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন ট্রাম্প। কমলাকে বড় ব্যবধানেই হারিয়েছেন তিনি। ২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ট্রাম্প।

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

 

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন