Bangla News Dunia , অজয় দাস :- করোনা কালেও বৈদেশিক নিবেশে রেকর্ড করলো ভারত । করোনা কালে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে । তারই মধ্যে লক ডাউন কিন্তু বিদেশি নিবেশকরা হাত খুলে ভারতে নিবেশ করেছে । তারই ফল হিসাবে স্বাধিনতার পর থেকে এই প্রথম এত বড় বৈদেশিক নিবেশ আসলো ভারতে ৷
২০২০ – ২০২১ অর্থ বর্ষে ভারতে বৈদেশিক নিবেশ এসেছে ৮১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি । যা এক্ষণ পর্যন্ত সর্বোচ্চ । এই বৈদেশিক নিবেশ সবচেয়ে বেশি এসেছে 3 টি দেশ থেকে সিঙ্গাপুর , আমেরিকা ও মরিশাস থেকে । তবে এই প্রথম ভারতে রেকর্ড নিবেশ করেছে সৌদি আরব । সৌদি থেকে এই অর্থবর্ষে ২.৮ বিলিয়ন মার্কিন ডলারের নিবেশ এসেছে । যা আগের বছরের থেকে ১০ শতাংশ বেশি ।
তবে এরই মধ্যে চিন্তার কারণ হলো এই বৈদেশিক নিবেশ ভারতের তিনটি রাজ্যেই সবচেয়ে বেশি এসেছে । গুজরাট , মহারাষ্ট্র ও কর্ণাটক এ বৈদেশিক নিবেশ এর ৭৭ শতাংশ এসেছে । আর মাত্র ২৩ শতাংশ বৈদেশিক নিবেশ ভারতের বাকি রাজ্য গুলিতে এসেছে । যা অন্যান্য রাজ্য গুলোর জন্য শুভ নয় ৷ তাদের ও বৈদেশিক নিবেশ আনার ব্যবস্থা করা উচিত ৷
আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।