GDP বৃদ্ধিতে চীনকে পিছনে ফেলতে চলেছে ভারত , তৈরি হবে নতুন রেকর্ড

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অজয় দাস :–  করোনাকালে সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে সাথে ভারতের জিডিপি ( GDP )গ্রোথও  মাইনাসে চলে গিয়েছিল। কিন্তু দেশের মানুষের ভ্যাকসিন লাগার পরেই  আস্তে আস্তে ভারতের অর্থনীতি আবার আগের জায়গায় ফিরে আসছে। আর এবার গ্লোবাল ফাইন্যান্স সার্ভিস কোম্পানি গোল্ডম্যান স্যাকস 2022 -এ ভারতের আর্থিক গ্রোথ  সুপারফাস্ট স্পিডে দৌড়োবার  অনুমান লাগিয়েছে। যা চীনের জিডিপি গ্রোথ-এর থেকেও অধিক হবে বলে অনুমান করা হয়েছে। ( খুব সহজে এই বিষয়ে বিস্তারিত জানতে একদম নিচে দেওয়া ভিডিওটি দেখুন। এছাড়া ভিডিওটিতে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরো ভিডিও দেখতে পারেন। )

গোল্ডম্যান স্যাকস এর , এক রিপোর্টে জানানো হয়েছে  2021 সালে ভারতের আর্থিক গ্রোথ ৮ % থাকতে পারে এমনকি সেই রিপোর্টে আরো জানিয়েছে ভারতের 2022 সালের আর্থিক গ্রোথ ৯.১ % থাকতে পারে। আর তারই  সাথে ২০২৩ সালে ভারতের জিডিপি গ্রোথ থাকতে পারে 6.4 শতাংশ।

avilo home

এর সাথে গোল্ডম্যান স্যাকস কোম্পানি চীনের অর্থনীতি নিয়ে যা অনুমান জানিয়েছে তা ভারতীয়দের জন্য খুশির খবর হতে পারে। গোল্ডম্যান স্যাকসের তরফ থেকে চীনের জিডিপি নিয়ে জানানো হয়েছে যে, চীনের জিডিপি 2021 সালে ৭.৮ % ও 2022 সালে ৪.৮ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে। আর তারই সাথে ২০২৩ সালে চীনের জিডিপি গ্রোথ থাকতে পারে ৪.৬ শতাংশ।

আরো পড়ুন :- চিনের সাথে যুদ্ধে ভারতের অস্ত্র হতে চলেছে অ্যান্টি-রেডিয়েশন রুদ্রম-২ মিসাইল

এরই সাথে এই রিপোর্টে আমেরিকার জিডিপি নিয়েও অনুমান লাগিয়েছে গোল্ডম্যান স্যাকস কম্পানি। ওই রিপোর্টে গোল্ডম্যানের তরফ থেকে জানানো হয়েছে 2021 সালে আমেরিকার জিডিপি গ্রোথ থাকতে পারে ৫.৫ শতাংশ । আর এরই সাথে 2022 সালে আমেরিকার জিডিপি গ্রোথ ৩.৯ শতাংশ ও ২০২৩ সালে আমেরিকার জিডিপি গ্রোথ ২.১ শতাংশ থাকার অনুমান করা হয়েছে।

গোল্ডম্যান স্যাকসের তরফ থেকে জারি করা এই রিপোর্টের আগেই ভারতের সবচেয়ে বড় ব্যাংক এস বি আই ( SBI ) ব্যাংক এর তরফ থেকে 2022 সালে ভারতের জিডিপি গ্রোথ ৯.৩ থেকে ৯.৬ শতাংশ থাকার অনুমান করা হয়েছে। এছাড়া 2021 সালের ভারতের জিডিপি গ্রোথ ৮.৫ থেকে ৯ শতাংশ থাকার অনুমান করা হয়েছে ।

আরো পড়ুন :- বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার অস্ত্র তৈরি করছে আমেরিকা, চীনের ক্ষেপণাস্ত্র ধ্বংস হবে

এর আগে আইএমএফ (IMF) অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি রিফান্ড এর তরফ থেকে 2021 ভারতবর্ষের জিডিপি গ্রোথ ৮.৫% অনুমান করা হয়েছিল কিন্তু বর্তমানে ভারতের আর্থিক উন্নতি দেখে অনুমান ৮.৫%শতাংশ থেকে বাড়িয়ে ৯.৫% করা হয়েছে।

বিশ্বের বিভিন্ন বড় বড় সংস্থার তরফ থেকে জারি করা ভারতের আর্থিক গ্রোথের রিপোর্ট দেখে বিশেষজ্ঞদের মত , মোদি সরকারের বিভিন্ন নীতির ফলেই ভারতের অর্থনৈতিক গ্রোথ বৃদ্ধি পাচ্ছে । এর আগে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর জানিয়েছিলেন ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছাবে এই বছরেই।

আরো পড়ুন :- সবচেয়ে বড় সুখবর এলো ভারতের AMCA ফাইটার জেট নিয়ে

প্রিয় দর্শক ভারতের বৃদ্ধি পাওয়া অর্থনৈতিক গ্রোথ নিয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট করুন।

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন